October 6, 2025

সমুদ্র শহর দিঘাতে শুভেন্দুর তিরঙ্গা যাত্রা

সোমালিয়া সংবাদ, দিঘা: দিঘ তে অনুষ্ঠিত হলো ভারতীয় জনতা পার্টির তিরঙ্গা যাত্রা ও মিছিল।এদিন নিউ দিঘার যুব আবাস মোড় থেকে পুরাতন দিঘার টুরিস্ট লজ পর্যন্ত পদযাত্রার মাধ্যমে তিরঙ্গা যাত্রা হয়। এদিন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মাঝপথে যোগদান করেন। তিরঙ্গা যাত্রায় এবং শেষ অবধি এই মিছিলে উপস্থিত থেকে নেতৃত্ব দেন তিনি।মিছিল শেষে বিরোধী দলনেতা সাংবাদিক দের মুখোমুখি হন এবং বলেন অনুব্রত মন্ডল কে শুধু জিজ্ঞাসা করলে হবে না। এর পাশাপাশি মমতা ব্যানার্জীকেও সি বি আই এর জিজ্ঞাসা করা প্রয়োজন।কারণ সবার মুলে আছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী । এদিন তিনি বলেন এই মমতার সরকার আর বেশিদিন নয়, মাত্র ছয় মাস টিকবে । এদিন তিনি তৃণমূল সরকার কে পিসি ভাইপোর লিমিটেড কোমপানির সরকার বলেন তিনি। এই ভাবেই রাজ্যের বিরোধী দল নেতা রাজ্য সরকার ও রাজ্যের মুখ্যমন্ত্রীর তীব্র সমালোচনা করেন। যদিও এই বিষয়ে তৃনমুলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Loading