October 6, 2025

পূর্ব মেদিনীপুরের রামনগর ব্লকে অনুষ্ঠিত হল যুব সংসদ

সোমালিয়া ওয়েব নিউজ: পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধান সভার অন্তর্গত রামনগর এক নম্বর ব্লকে অনুষ্ঠিত হলো যুব সংসদ। এদিন যুব সংসদ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রাজ্যের কারাগার মন্ত্রী অখিল গিরি এবং মক সংসদ এর কিছু কথা স্কুলে ছাত্র ছাত্রী দের মধ্যে শেয়ার করেন এবং তিনি বলেন দৈনন্দিন সংসদ যেভাবে বার বার উত্তপ্ত হচ্ছে তাতে সময় যেমন নষ্ট হচ্ছে তেমনি জন প্রতিনিধিরা নিজেদের এলাকার কথা তুলে ধরা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই প্রত্যেকটি পক্ষকে সংসদ সুষ্ঠ ভাবে চালানোর অঙ্গীকার করতে হবে । এদিন রামনগর এলাকার বিভিন্ন স্কুল থেকে আসা ছাত্র ছাত্রীরা মক সংসদের তর্ক বিতর্কে অংশগ্রহন করে একটা দিশা দেওয়ার চেষ্টা করেছেন। যদিও এরকম অনুষ্ঠান হওয়ায় এলাকার ছাত্র ছাত্রীরা খুশি । এদিন উপস্থিত ছিলেন রামনগর পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মহাপাত্র, রামনগর বি ডি ও, কাঁথি পৌরসভার ভাইস চেয়ারম্যান সুপ্রকাশ গিরি ও এলাকার শিক্ষক শিক্ষিকারা ।

Loading