সোমালিয়া সংবাদ, আরামবাগ: মোবাইল ফোন ও টাকাসহ ব্যাগ কুড়িয়ে পেয়ে মালিকের হাতে ফিরিয়ে দিলেন এক তৃণমূল নেতা। তাঁর এই মানবিক কাজের প্রশংসা করেছেন ওই ব্যাগের মালিকসহ এলাকার মানুষজন। জানা গেছে, ওই তৃণমূল নেতার নাম শেখ জাকির হোসেন। বাড়ি আরামবাগ পুরসভার নওপাড়ায়। তৃণমূল নেতা শেখ জাকির হোসেন জানান, মঙ্গলবার সকালে তিনি বাইকে করে আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন রেলস্টেশনের পাশ দিয়ে যাচ্ছিলেন। তখনই তিনি রাস্তার ওপর মহিলাদের একটি সাইড ব্যাগ পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে তিনি রাস্তা থেকে কুড়িয়ে দেখেন তার মধ্যে মোবাইল ফোন ও কয়েক হাজার টাকা রয়েছে। ওই মোবাইল ফোন থেকে তিনি ওই মহিলার পরিচয় সংগ্রহ করার চেষ্টা করেন। কিন্তু মোবাইলটি পাসওয়ার্ড দিয়ে লক করা থাকায় তা সম্ভব হয়নি। যার ব্যাগ তিনি যে কিছুক্ষণের মধ্যে ফোন করবেন তিনি তা বুঝতে পারেন। অল্প সময়ের মধ্যেই ওই ব্যাগের মালিক পূজা ঘোষ তাঁকে ফোন করেন। পূজাদেবীর বাড়ি আরামবাগ রেলস্টেশন সংলগ্ন এলাকাতে। পূজাদেবী জানান, তিনি স্কুটিতে করে ছেলেকে স্কুলে দিতে যাচ্ছিলেন। তখনই অসাবধানতাবশত স্কুটি থেকে ব্যাগটি পড়ে যায়। স্কুলে পৌঁছানোর পর বিষয়টি খেয়াল হয়। সঙ্গে সঙ্গে তিনি নিজের ওই মোবাইল ফোনে কল করেন। ওই তৃণমূল নেতা ফোন ধরে জানান, তাঁর কাছে ব্যাগটি রয়েছে। এরপর আমি ওনার কাছে ছুটে যাই। উনি আমার হাতে ওই ব্যাগটি তুলে দেন। ওই ব্যাগের মধ্যে আমার মোবাইল ফোন এবং হাজার তিনেক টাকা ছিল। সব কিছুই আমি ফেরত পেয়েছি। আমি ওনার এই কর্তব্যপরায়নাতায় ভীষণ খুশি।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি