সোমালিয়া ওয়েব নিউজ: ঐশ্বর্যর সঙ্গে শ্বশুরবাড়ির সম্পর্ক যে বেশ ভাল তা সকলেরই। ঐশ্বর্য যেমন পুত্রবধূ হিসেবে ভাল তেমনি মা হিসেবেও। শ্বশুর অমিতাভ ও শাশুড়ি জয়াকে শ্রদ্ধাও করেন এবং খুবই ভালবাসেন ঐশ্বর্য। বিশেষত, বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চনের সঙ্গে পুত্রবধূ ঐশ্বর্যর সম্পর্ক যে গদগদ তা আর বলার অপেক্ষা রাখে না। তবে জানেন কি, পুত্রবধূ ঐশ্বর্যকে প্রথমবার পদ্মশ্রী পুরস্কার নিতে দেকে কী প্রতিক্রিয়া হয়েছিল অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের, ফাঁস করলেন ঐশ্বর্য রাই বচ্চন।বচ্চন পরিবারের কেচ্ছা নিয়ে সারাক্ষণই চর্চা চলেই আসছে। নানা জল্পনার মধ্যে ঐশ্বর্য রাই বচ্চন হলেন অন্যতম। যার অনুরাগীর সংখ্যাও প্রায় এক কোটি। তার পুরোনো গসিপ থেকে ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা আজও অব্যাহত।ঐশ্বর্য যেমন পুত্রবধু হিসেবে ভাল তেমনি মা হিসেবেও। শ্বশুর অমিতাভ ও শাশুড়ি জয়াকে শ্রদ্ধাও করেন এবং খুবই ভালবাসেন ঐশ্বর্য। অমিতাভ বচ্চন প্রথম ঐশ্বর্যকে দেখে অনুভব করেছিলেন যে তাদের মেয়ে শ্বেতা আবার ঘরে ফিরে আসছে। শ্বেতার যা ফাঁকা রেখে গেছে তা আবারও পূরণ করেছিল রাই সুন্দরী। বলতে গেলে ঐশ্বর্য খুব সহজেই মেয়ে শ্বেতার অভাব পূরণ করেছিল।
More Stories
স্বামীর রচনা
ব্যাঙ্কে লুঙ্গি পরে যাবেন না
অভিনেতা পাহাড়ি সান্যাল