October 6, 2025

বেহাল রাস্তা, ক্ষোভে ফুঁসছে গ্রামবাসী

সোমালিয়া সংবাদ, মঙ্গলকোট: চলাচলের পক্ষে ঠিক কতটা অনুপযুক্ত হলে সরকারি ভাবে তাকে বেহাল বলা যাবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেটা মেরামতের জন্য দ্রুত উদ্যোগ নেবে – এই প্রশ্ন আজ পশ্চিম মঙ্গলকোটের চাণক অঞ্চলের রামনগর ও উজিরপুর গ্রামের বাসিন্দাদের মুখে মুখে ঘুরে বেড়াচ্ছে।গণপুর থেকে রামনগর যাওয়ার জন্য প্রায় এক কিলোমিটার দৈর্ঘ্যের রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। যেখানে সেখানে ইঁট বের হয়ে আছে। এক এক জায়গায় গর্ত দেখে মনে হবে সরকারি উদ্যোগে মাছ চাষ প্রকল্প গ্রহণ করা হয়েছে। মেরামতের কোনো উদ্যোগ নাই। উল্টে রাস্তার ধারে জমির মালিকরা অবৈধভাবে রাস্তা কেটে জমির পরিমাণ বাড়িয়ে নিচ্ছে। এরফলে রাস্তাটি ধীরে ধীরে প্রশস্ত আলে পরিণত হচ্ছে। এছাড়া রাস্তার দু’ধারে বেনা গাছের জন্য সাপের আতঙ্ক তো আছেই।অথচ এই রাস্তা ব্যবহার করে রামনগর ও মল্লিকপুর গ্রামের ছেলেমেয়েরা গণপুর উচ্চ বিদ্যালয় যায়। দুটি গ্রামের বাসিন্দারা যায় গণপুরে অবস্হিত পঞ্চায়েত অফিসে এবং একশ দিনের কাজের টাকা তোলার জন্য যায় জালপাড়ায় পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকে। অন্যদিকে দূরত্ব কম হওয়ার জন্য গণপুর, পালপাড়া সহ বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা এই রাস্তা ব্যবহার করে গুসকরায় যায়। রামনগরের বাসিন্দা ভুবন ঘোষ বললেন – সত্যিই রাস্তার অবস্থা খুবই খারাপ। এলাকার জনগণের স্বার্থে দ্রুত রাস্তাটি মেরামতের উদ্যোগ নিতে হবে। তবে সবচেয়ে আগে দরকার রাস্তাটি মেপে দখলীকৃত অংশ উদ্ধার করা। একইসঙ্গে রাস্তার ধারে বেনা গাছ কাটার উদ্যোগ নিতে হবে। একই সুর শোনা গ্যালো অন্যান্যদের কণ্ঠে।

Loading