October 6, 2025

দলের একাংশের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে দলীয় পদ ছাড়লেন তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষাল, জল্পনা বিজেপিতে যোগ দেওয়া নিয়ে

সোমালিয়া সংবাদ, উত্তরপাড়া: রীতিমতো সাংবাদিক সম্মেলন করে দলেরই কিছু নেতার বিরুদ্ধে বিষোদ্গার করলেন হুগলির উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষাল। একই সঙ্গে তিনি তৃণমূলের কোর কমিটির সদস্য পদ এবং মুখপাত্র পদ থেকে ইস্তফা দিলেন। সেইসঙ্গে জানিয়ে দিলেন তৃণমূলের বিধায়ক পদেও থাকার তাঁর কোন ইচ্ছা নেই। শুধুমাত্র জনগণের অসুবিধা হবে এই ভেবেই তিনি এই পদে থাকছেন। মঙ্গলবার তিনি সাংবাদিকদের জানান, তাঁকে বিভিন্ন ব্যাপারে অন্ধকারে রেখে কাজ করা হচ্ছে। তাঁর বিধায়ক এলাকার দলীয় কাজকর্মে তাঁকে আমন্ত্রণ জানানো হচ্ছে না। গোষ্ঠীদ্বন্দ্ব মেটানোর জন্য পিকে-কে আনা হয়েছে। অথচ তিনি আসার পর সেই দ্বন্দ্ব মেটার বদলে আরও বেড়ে গেছে বলে তিনি মন্তব্য করেন। তিনি জানান, দলে শুদ্ধিকরণের প্রয়োজন। পাশাপাশি তিনি দাবি করেন, একটি স্কুলের অনুষ্ঠানে তিনি যাতে যোগ দিতে না পারেন সেজন্য তৃণমূলেরই একাংশ স্কুল পরিচালন কমিটিকে বাধ্য করেছেন তাঁকে আমন্ত্রণ না জানাতে। তবে এখনই তিনি তৃণমূল ছাড়ছেন না বলেও জানিয়ে দেন। বিজেপিতে যোগদান প্রসঙ্গে তিনি এই মুহূর্তে কোনো মন্তব্য করতে রাজি হননি। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে তাঁকে শোকজ করা হয়েছে বলে জানালে তিনি জানান, এ ব্যাপারে তিনি কোনও লিখিত  কিছু পাননি। সাংবাদিকদের মুখেই তা শুনেছেন। উল্লেখ্য, শুধু এদিনই নয়, দলের একাংশের বিরুদ্ধে তিনি বেশ কিছুদিন ধরেই সরব হয়েছিলেন। এমনকি বিষয়টি তিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও জানিয়েছিলেন বলে দাবি করেন। তারপরেও কোন কাজ হয়নি বলে তিনি জানান। উল্লেখ্য, সোমবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পুরশুড়ার জনসভাতেও তাঁকে দেখা যায়নি। এ প্রসঙ্গে তিনি জানান, তাঁকে তেমনভাবে আমন্ত্রণ জানানো হয়নি। মুখ্যমন্ত্রীও সভামঞ্চে তাঁর কোন নাম উল্লেখ করেননি। এরপরই এদিন তিনি সাংবাদিক সম্মেলন করেন। এ প্রসঙ্গে প্রবীর ঘোষাল জানান, তিনি দু’একদিন আগেই সাংবাদিক সম্মেলন করতে পারতেন। কিন্তু মুখ্যমন্ত্রীর জনসভার আগে ওই সম্মেলন করলে ভাল হত না। তাই তিনি মুখ্যমন্ত্রীর জনসভার পর সাংবাদিক সম্মেলন করছেন।  উল্লেখ্য, যতই বিধানসভা নির্বাচন এগিয়ে আসছে ততই তৃণমূল নেতা-নেত্রীদের মধ্যে বিদ্রোহ আরও বেশি করে প্রকাশ্যে আসছে। তাঁদের একটা অংশ যে বিজেপিতে যোগদান করতে ইচ্ছুক এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আগেই বেশ কয়েকজন বিধায়ক ও সাংসদ বিজেপিতে যোগদান করেছেন। কয়েকজন মন্ত্রী পদত্যাগও করেছেন। এরকম পরিস্থিতিতে আবার রাজ্যে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর সেদিন সরকারি কর্মসূচির পাশাপাশি বেশকিছু দলীয় কর্মসূচিতেও তিনি অংশগ্রহণ করবেন।  সেখানে একঝাঁক তৃণমূল নেতা-কর্মী বিজেপিতে যোগ দিলে তাতে অস্বাভাবিক কিছু থাকবে না। তবে সেই মঞ্চে প্রবীর ঘোষাল উপস্থিত থাকবেন কিনা তার জন্য আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে।

Loading