সোমালিয়া সংবাদ, গোঘাট: রাজধানী দিল্লির কৃষক আন্দোলনের ঢেউ এবার আছড়ে পড়ল এ রাজ্যেও। বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির কৃষক সংগঠনগুলির উদ্যোগে সাধারণতন্ত্র দিবসে দিল্লিতে আন্দোলনরত কৃষকদের সমর্থনে অনুষ্ঠিত হল মিছিল। পাশাপাশি অন্যান্য দিনের মতো এদিনও তিনটি কৃষি বিল স্থায়ীভাবে বাতিলের দাবি তোলা হল। উল্লেখ্য, দিল্লির বুকে আন্দোলনরত কৃষকদের ট্রাক্টর মিছিলকে কেন্দ্র করে সারাদিন তুলকালাম কাণ্ড ঘটে। পুলিশের সঙ্গে বারে বারে কৃষকদের খণ্ডযুদ্ধ শুরু হয়। এই ঘটনায় দুপক্ষের অনেকেই জখম হন। এক কৃষকের মৃত্যু ঘটে। এদিকে ওই আন্দোলনের সমর্থনে বাম কৃষক সংগঠনগুলি হুগলির পোলবার সুগন্ধা থেকে চুঁচুড়ার খাদিনা মোড় হয়ে ব্যান্ডেল রাজহাট পর্যন্ত ১২ কিমি রাস্তা ট্রাক্টর মিছিল করে। সারা ভারত কৃষক সংগ্রাম সমন্বয় কমিটির ডাকে এই মিছিল অনুষ্ঠিত হয়। পাশাপাশি রাজ্যের জেলা সদরগুলিতে লাল ঝাণ্ডার সঙ্গে জাতীয় পতাকা নিয়ে ট্রাক্টর মিছিল হয়। পোলবার ট্রাক্টর মিছিলে প্রায় ৩০০ ট্রাক্টর অংশগ্রহণ করে। এখানে উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার হুগলি জেলা সম্পাদক ভক্তরাম পান সহ বাম কৃষক নেতৃত্ব। অন্যদিকে রাজ্য তৃণমূল কিষান ক্ষেতমজুর সভাপতি বেচারাম মান্না জানান, দিল্লিতে কৃষকদের ওপর আক্রমণের প্রতিবাদে বুধবার সারা রাজ্য জুড়ে তৃণমূলের কৃষক সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হবে। এদিকে মঙ্গলবার সন্ধ্যায় গোঘাটে মোমবাতি মিছিল করে তৃণমূল। নেতৃত্বে ছিলেন বিধায়ক মানস মজুমদার ও অন্যান্য তৃণমূল নেতা-কর্মী ও এলাকার কৃষকরা। তাঁরা দিল্লিতে মৃত কৃষকের আত্মার শান্তি কামনা ও শ্রদ্ধাজ্ঞাপন করেন।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি