সোমালিয়া ওয়েব নিউজ: দেশের সাধারণতন্ত্র দিবস একেবারে সেঞ্চুরি হাঁকিয়ে সর্বকালের রেকর্ড গড়লো পেট্রোলের দাম। মঙ্গলবার রাজস্থানের শ্রীগঙ্গানগরে ভারতের ইতিহাসে প্রথমবারের জন্য পেট্রোলের দাম ১০০ টাকা পার করলো। এদিন এই শহরে এক্সট্রা প্রিমিয়াম পেট্রোলের দাম ১০০ টাকা ৮৮ পয়সা। তবে সাধারন পেট্রোলের দাম এই শহরে ৯৮ টাকা ১৩ পয়সা। রাজধানী দিল্লিতে এদিন পেট্রোলের দাম বেড়ে হয়েছে ৮৬ টাকা ০৫ পয়সা। একইভাবে ডিজেলের দাম বেড়ে ৭৬ টাকা ২৩ পয়সা হয়েছে। এদিন মুম্বাই পেট্রোলের দাম ৯২ টাকা ৬২ পয়সা। ডিজেলের দাম ৮৩ টাকা ০৩ পয়সা। কলকাতায় ডিজেলের দাম হয়েছে ৭৯ টাকা ৮৩ পয়সা। পেট্রোলের দাম হয়েছে ৮৭ টাকা ৪৫ পয়সা। চেন্নাইয়ে পেট্রোলের দাম ৮৮ টাকা ৬০ পয়সা। ডিজেলের দাম ৮১ টাকা ৪৭ পয়সা। উল্লেখ্য, মাঝখানে পেট্রোল-ডিজেলের দাম তেমনভাবে না বাড়লেও নতুন বছর পড়তেই আবার নিয়মিত দাম বাড়তে শুরু করেছে। আর এর ফলে নাভিশ্বাস উঠেছে পেট্রোপণ্য ব্যবহারকারী মানুষজনের। পাশাপাশি তার জেরে পরোক্ষভাবে সমস্ত জিনিসের দাম হুহু করে বাড়ছে। যদিও সূত্রের খবর, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম নিয়ন্ত্রণে রয়েছে। তাই প্রশ্ন উঠেছে, তাহলে কেন দেশে বারবার পেট্রোল-ডিজেলের দাম বাড়ছে। এক্ষেত্রে জানা গেছে, অতিরিক্ত শুল্ক বসানোর জন্যই নাকি এই ঘটনা ঘটছে। আর তাই বিরোধী দলগুলি কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছে। কিন্তু পেট্রোপণ্যের দাম কমানোর ক্ষেত্রে সরকারের কোন হেলদোল দেখা যাচ্ছে না। আর তার ফল ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে।
More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক