সোমালিয়া সংবাদ, আরামবাগ: আরামবাগ মহকুমা জুড়ে আবার যেন দুর্ঘটনা হঠাৎই বেড়ে চলেছে। ছোটখাটো দুর্ঘটনা প্রায় প্রতিদিনই লেগে আছে। মাঝে মাঝে মৃত্যু পর্যন্ত ঘটছে। বিশেষ করে আরামবাগ রামকৃষ্ণ সেতু, নেতাজি মোড়, বিবেকানন্দ মোড়, বাসুদেবপুর মোড় এই এলাকাগুলি অত্যন্ত দুর্ঘটনাপ্রবণ হয়ে দাঁড়িয়েছে। এছাড়া দু’নম্বর রাজ্য সড়কের আরামবাগের কালীপুর মোড় থেকে খাটুল পর্যন্ত ও সাত নম্বর রাজ্য সড়কের কালিপুর থেকে হাজিপুর পর্যন্ত অত্যন্ত বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। আর বালিবেলা, ভিকদাস, পচাখালি আর মান্দারনের কথা শুনলেই সকলে আতঙ্কিত হয়ে পড়েন। আরামবাগ রামকৃষ্ণ সেতু পুনরায় খোলা হতেই গাড়ির চাপ অত্যন্ত বেড়ে গেছে। সেই সঙ্গে বেড়েছে বালিবোঝাই ট্রাকের সংখ্যাও। অভিযোগ এই সমস্ত বালির গাড়ির উপর প্রশাসনিক নজরদারি কম থাকার কারণে অনেক সময়ই অতিরিক্ত বালি নিয়ে তারা যাতায়াত করছে। যার ফলে চাপ পড়ছে রাস্তার উপর। ফলে তৈরি বা মেরামতের অল্প সময়ের মধ্যেই রাস্তাগুলো আবার নষ্ট হয়ে যাচ্ছে। কোতুলপুর থেকে আরামবাগ যাওয়ার পথে বাঁদিকের রাস্তা বেশি খারাপ হয়েছে। কোথাও চাপে উঁচু হয়ে উঠেছে। এছাড়া দীর্ঘক্ষন রাস্তার ধারের ধাবাগুলিতে লরি দাঁড়িয়ে থাকার ফলে রাস্তার যাত্রাপথ সংকীর্ণ হয়ে উঠছে। তারফলেও ঘটছে দুর্ঘটনা। আরামবাগের রামকৃষ্ণ সেতুর রাস্তার দু’দিকে প্রায় সময়ই বালি জমে থাকে। সেটা নিয়মিত পরিষ্কারের অভাব দেখা দিচ্ছে। আর তার ফলে ওই বালিতে পিছলে গিয়ে বাইকের আরোহীরা দুর্ঘটনার কবলে পড়ছেন। আরামবাগ নেতাজি মোড়ের অবস্থা খুবই ভয়ঙ্কর। মাঝেমধ্যে কেড়ে নিচ্ছে মানুষের প্রাণ। এছাড়া শহরের মধ্যেই বিভিন্ন রাস্তার ধারে পড়ে রয়েছে ছোট-বড় স্টোনচিপ। আর তার পাশে গর্তের জন্য যাত্রাপথ ঠিক করতে করতেই বাইক আরোহীরা নিয়ন্ত্রণ হারাচ্ছেন। পিছলে গিয়ে ঘটে যাচ্ছে দুর্ঘটনা। সবচেয়ে ভয়ংকর অবস্থা গোঘাটের কুমারগঞ্জ সংলগ্ন একলক্ষ্মী সেতু থেকে বর্ধমানের দিঘীর কোণ পর্যন্ত রাস্তা। যখনই এই সমস্ত এলাকা দিয়ে গর্ত ও পাথরগুলি এড়িয়ে যানবাহন চলতে যাচ্ছে তখনই ঘটে যাচ্ছে বিপত্তি। সামনের দিক থেকে আসা গাড়ির সঙ্গে ঘটে যাচ্ছে সংঘর্ষ। সাধারণ মানুষের বক্তব্য, অসচেতনতা, নিয়ন্ত্রনহীন গাড়ি চালানো ইত্যাদির ফলেও দুর্ঘটনা ঘটছে ঠিকই, কিন্তু সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটছে বেহাল রাস্তার জন্য। আর এর জন্য দায়ী অতিরিক্ত মালবোঝাই গাড়ি যাতায়াত। যার ফলে দ্রুত রাস্তার স্বাস্থ্যের অবনতি ঘটছে। তাই প্রশাসনের উচিত এ ব্যাপারে কড়া নজরদারির ব্যবস্থা করা। তাহলে রাস্তার স্বাস্থ্যও ভাল থাকবে, কমবে দুর্ঘটনা।
![]()

More Stories
বৈষম্যহীন সমাজ গঠনের লড়াই আজও প্রাসঙ্গিক — আরামবাগের সিপিআইএমের নেতা সমীর চক্রবর্তীর অভিজ্ঞতায় উঠে এল সংগঠনের বাস্তবতা
আধুনিক প্রযুক্তির যুগে পড়ুয়া সংকটে গোঘাটের লাইব্রেরিগুলি – পাঠক টানতে উদ্যোগের খোঁজে গ্রন্থাগারগুলি
কোলাহলের মাঝেই চলছে অখণ্ড হরিনাম— হুগলির বদনগঞ্জের কয়াপাট বাজারের মন্দিরে ৪৬ বছরের ঐতিহ্য