সোমালিয়া সংবাদ, গোঘাট: বুধবার সকালে গোঘাট থানার পুলিশের এক মানবিক মুখের সাক্ষী হয়ে রইলেন এলাকার মানুষজন। পাশাপাশি গোঘাটের এক বিজেপি নেতাও এ ব্যাপারে উদ্যোগী ভূমিকা গ্রহণ করেন। জানা গেছে, এদিন সকালে গোঘাট বকুলতলা এলাকায় মানসিক ভারসাম্যহীন এক মাঝবয়সী মহিলা যন্ত্রণায় ছটফট করছিলেন। তাঁর শরীরের কয়েকটি জায়গা থেকে রক্ত বের হচ্ছিল বলে স্থানীয় বাসিন্দারা জানান। খবর পেয়ে সেখানে হাজির হন বিজেপি নেতা শিশির রায়। তিনি সঙ্গে সঙ্গে গোঘাট থানায় ফোন করে বিষয়টি জানান। এরপরই থানার পুলিশকর্মীরা তড়িঘড়ি সেখানে এম্বুলেন্স নিয়ে হাজির হন। অত্যন্ত দ্রুততার সঙ্গে অসুস্থ ওই মহিলাকে অ্যাম্বুলেন্সে চড়িয়ে গোঘাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেন। পুলিশের এই তৎপরতায় এলাকার মানুষ অত্যন্ত সন্তোষ প্রকাশ করেন। এ বিষয়ে বিজেপি নেতা শিশির রায় বলেন, অসুস্থ ওই মহিলাকে যন্ত্রণায় ছটফট করতে দেখে আমি থানায় ফোন করে বিষয়টি জানাই। বাকি কাজ ওনরাই করেছেন।
![]()

More Stories
বৈষম্যহীন সমাজ গঠনের লড়াই আজও প্রাসঙ্গিক — আরামবাগের সিপিআইএমের নেতা সমীর চক্রবর্তীর অভিজ্ঞতায় উঠে এল সংগঠনের বাস্তবতা
আধুনিক প্রযুক্তির যুগে পড়ুয়া সংকটে গোঘাটের লাইব্রেরিগুলি – পাঠক টানতে উদ্যোগের খোঁজে গ্রন্থাগারগুলি
কোলাহলের মাঝেই চলছে অখণ্ড হরিনাম— হুগলির বদনগঞ্জের কয়াপাট বাজারের মন্দিরে ৪৬ বছরের ঐতিহ্য