October 5, 2025

জাতীয় সিনেমা দিবসে বিশেষ অফার, কমলো সিনেমা টিকিটের দাম

সোমালিয়া ওয়েব নিউজ: জাতীয় সিনেমা দিবসে, একদিনের জন্য সমস্ত সিনেমা হল সংস্থাগুলি যৌথ ভাবে সিনেমার টিকিটের দাম অনেকটা কমানোর সিদ্ধান্ত নিয়েছে৷ আর কম নয়, অনেকটাই কমছে টিকিটের দাম৷ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ওই দিনে টিকিটের দাম সারা দেশজুড়ে হবে ৭৫ টাকা৷ তবে এই অফারগুলি পাওয়া যাবে এই গোটা পরিকল্পনায় অংশ নেওয়া দেশজোড়া মোট ৪ হাজার স্ক্রিনে৷ যে সংস্থাগুলি এই যৌথ পরিকল্পনায় অংশ নিয়েছে, সেগুলি হল পিভিআর, আইনক্স, সিনেমপলিস৷ এরা নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এই ঘোষণা করেছে৷মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে একটি ধন্যবাদ জ্ঞাপন করে এই ঘোষণা করা হয়েছে৷ জাতীয় সিনেমা দিবস একটি একেবারেই নতুন ইভেন্ট৷ আমেরিকার ইতিমধ্যে এই বিশেষ দিনটি জনপ্রিয়তা পেয়েছে৷ সেখানে এক দিনের জন্য টিকিটের দাম কমিয়ে তিন ডলার করে দেওয়া হচ্ছে৷ ব্রিটেনের সিনেমা হলগুলিও এই সিদ্ধান্ত মেনেছে৷ তারা সেপ্টেম্বর মাসের ৩ তারিখে জাতীয় সিনেমা দিবস পালন করছে, টিকিটের দাম কমিয়ে করা হয়েছে ৩ ইউরো৷সবমিলিয়ে সিনেমার টিকিটের দাম কমায় খুশি সিনেমা প্রেমীরা।

Loading