সোমালিয়া ওয়েব নিউজ: কনজারভেটিভ পার্টির সদস্যদের দ্বারা নির্বাচিত হয়ে ব্রিটেনের প্রধাণমন্ত্রী হলেন লিজ ট্রাস। ব্রিটেনের ৫৬তম প্রধানমন্ত্রী তিনি। থেরেসা মে এবং মার্গারেট থ্যাচারের পর ট্রাস হলেন যুক্তরাজ্যের তৃতীয় মহিলা প্রধানমন্ত্রী। তাঁরাও ছিলেন কনজারভেটিভ পার্টিরই সদস্য।ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাসকে শুভেচ্ছা জানান আন্তর্জাতিক মহল।ট্রাস দক্ষিণ পশ্চিম নরফোকের সাংসদ। ২০১০ থেকেই এই আসনটি ধরে রেখেছেন তিনি। পূর্বে প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসনের নেতৃত্বে যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি নারী ও সমতা মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। জানা গিয়েছে, ৪৭বছর বয়সী ট্রাস অক্সফোর্ডে পড়াশোনা করেন। তাঁর বাবা ছিলেন একজন অঙ্কের অধ্যাপক এবং তাঁর মা ছিলেন একজন নার্স।তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে ফিলসফি, পলিটিকস, একনমিক্স পড়াশুনা করেন। তিনি সক্রিয় ছাত্র রাজনীতি করতেন কলেজের সময়ে। সবমিলিয়ে তাঁর প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে রাজনৈতিক ময়দানে শেষ হাসি হাসলেন তিনি।
More Stories
আমেরিকার শাটডাউন ও তার ছায়া: ভারতীয় অর্থনীতি ও প্রবাসীদের জন্য কী বার্তা?
প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণ দিলেন নেপালের সুশীলা কার্কি
হংকং-ঝুহাই-ম্যাকাও সেতু