সোমালিয়া সংবাদ, খানাকুল: খানাকুল ১ নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে ভূমিহীন ১০ টি পরিবারের হাতে জমির পাট্টা তুলে দেওয়া হল। সোমবার খানাকুল-১ নম্বর পঞ্চায়েত সমিতি ভবনে ওই পরিবারগুলির হাতে পাট্টা তুলে দেন সাংসদ অপরূপা পোদ্দার। এছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি ঝুমা বাগ, সহ-সভাপতি নইমুল হক, বিডিও শান্তনু চক্রবর্তী প্রমূখ। এদিন মাজপুর গ্রামের আটজন এবং যোগীকুন্ডু গ্রামের দু’জনকে পাট্টা দেওয়া হয়। এ বিষয়ের সাংসদ অপরূপা পোদ্দার বলেন, ৩৪ বছর রাজত্ব করেও বামফ্রন্ট বহু মানুষকে ভূমিহীন করে রেখেছিল। সেই সমস্ত পরিবারগুলিকে ধাপে ধাপে মা-মাটি-মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নীতি ও অনুযায়ী আদর্শ অনুযায়ী পাট্টা তুলে দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় সরকার বাংলাকে নানাভাবে বঞ্চনা করছে। এমনকি গরীব মানুষের ১০০ দিনের টাকা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। তবুও এই সমস্ত মানুষগুলোর মুখে হাসি ফোটাতে আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে ওই পরিবারগুলির হাতে পাট্টা তুলে দিলাম। অন্যদিকে পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি নইমুল হক বলেন, ২০১১ সালে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরই মা-মাটি-মানুষের সরকারের নেত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন, নিজ গৃহ নিজ ভূমি। তিনি যেমন কোন পরিবারকে বাড়ি উপহার দেন, তেমনি তাদেরকে জায়গাও উপহার দেন। আর সেই আদর্শ ও নীতি মেনেই প্রতিবছর ধাপে ধাপে আমরা ওই সমস্ত পরিবারগুলিকে পাট্টা তুলে দিচ্ছি।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি