সোমালিয়া ওয়েব নিউজ: নেটপাড়ায় দেখা যায় প্রতি শুক্রবার বিয়ের কনে সাজেন ৪২ বছরের এক নারী। একদিন দু-দিন নয়, গত ১৬ বছর ধরে এই কাজ করে চলেছেন তিনি।
ভাইরাল হয়ে ওঠা ওই নারীর নাম হিরা জিশান। তিনি পাকিস্তানের পঞ্জাব প্রদেশের লাহোরে বাস করেন।প্রতি শুক্রবার হিরা ১৬ রকম অলঙ্কারে সাজসজ্জা সারেন। হয়ে ওঠেন আপাদমস্তক এক বিয়ের কনে। এদিন তিনি বিয়ের পোশাক পরেন, হাতে-পায়ে মেহেন্দি দেন।কিন্তু কেন, এমন অদ্ভূত কাণ্ড নিয়মিত ঘটাচ্ছেন ওই নারী? উত্তরে হিরা বলেন, তার মা তখন অসুস্থ। তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। মায়ের শরীরের অবস্থার দিন দিন অবনতি হচ্ছিল। তখন তার মা বলেন তিনি চান মৃত্যুর আগে হিরার বিয়ে দিতে! হিরার মায়ের কথা রাখেন।তিনি আরও বলেন, বিয়ে হল হাসপাতালে। বিয়ের পরে তিনি রিকশা করে শ্বশুরবাড়ি যান। বিয়ের দিন তিনি মোটেই প্রস্তুত ছিলেন না। কোনো সাজগোজও করতে পারেননি। মনের অবস্থাও তো ভালো ছিল না।হিরা আরও জানান, তার বিয়ের কিছু দিন পরেই হাসপাতালেই তার মা মারা গেলেন। এই আচমকা মাতৃ বিয়োগে তিনি খুবই বিষণ্ণ হয়ে পড়লেন। মায়ের স্মৃতি তাকে কুরে কুরে খাচ্ছিল। কিন্তু সেখানেই শেষ নয়। স্বজন বিয়োগের আঘাত ফের নেমে আসে তাঁর জীবনে। বিয়ের পরে হিরার সন্তানও মারা যায়। হিরা আরও বিমর্ষ হয়ে পড়েন। হতাশা গ্রাস করে তাকে। এই বিষাদ থেকে বেরিয়ে আসতেই তিনি প্রতি শুক্রবার কনের সাজে সাজবার সিদ্ধান্ত নিয়ে ফেলেন।হিরা জানান, যার সঙ্গে তার বিয়ে হয়, তিনি এখন লন্ডনে থাকেন। হিরা অবশ্য সন্তানদের নিয়ে পাকিস্তানেই থাকেন। তবে তার স্বামী বিদেশে থাকলেও তিনি শুক্রবার করে কনে সাজা থেকে বিরত হন না। কেননা, এটা করে তিনি খুশি থাকেন। তার নিঃসঙ্গতা কাটে।সবমিলিয়ে হিরার এই কাজে পরিবার ও প্রতিবেশীরাও খুশি হয়।
More Stories
আমেরিকার শাটডাউন ও তার ছায়া: ভারতীয় অর্থনীতি ও প্রবাসীদের জন্য কী বার্তা?
প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণ দিলেন নেপালের সুশীলা কার্কি
হংকং-ঝুহাই-ম্যাকাও সেতু