সোমালিয়া ওয়েব নিউজ: কলকাতার গার্ডেন রিচে ব্যবসায়ীর বাড়িতে ইডির হানা। খাটের তলায় চোখ পড়তে চক্ষুচড়ক গাছ সকলের। তাড়া তাড়া নোট।কলকাতায় এক পরিবহণ ব্যবসায়ীর বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করল ইডি। এখনও পর্যন্ত টাকার অঙ্ক ৭ কোটি বলে জানা গিয়েছে।মাস খানেকের মধ্যেই অবশ্য এমন দৃশ্য দেখেছন কলকাতাবাসী। নগদ ৫০ কোটি উদ্ধার হয়েছিল প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে। সূত্রের খবর নোট রাখা ছিল ফ্ল্যাটের শৌচাগারেও।ফের শহরে উদ্ধার বিপুল টাকা।গার্ডেনরিচে পরিবহণ ব্যবসায়ী নিসার খানের বাড়ি থেকে বান্ডিল বান্ডিল নোট মিলেছে বলেই খবর। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর আধিকারিকেরা শনিবার সকালে নিসারের দোতলা বাড়ির খাটের তলা থেকে প্লাস্টিকে মোড়া ৫০০ টাকা অসংখ্য নোটের বান্ডিল পেয়েছেন বলে গিয়েছে। মিলেছে ২০০০ টাকার নোটের বান্ডিলও। টাকা গোনার যন্ত্রও আনা হয়।এখনও পর্যন্ত ৭ কোটি টাকা উদ্ধার হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।
More Stories
মিরিকের বন্যা ও জলোচ্ছ্বাসে বিধ্বস্ত এলাকা পরিদর্শনে সিপিআই(এম) নেতৃত্ব
উত্তরবঙ্গের বন্যা বিপর্যয়ে ত্রাণে বিজেপি, নীরব তৃণমূল! মুখ্যমন্ত্রীর উৎসবের মাঝেই রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য্যের উত্তরবঙ্গ সফর
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন