সোমালিয়া ওয়েব নিউজ: মেদিনীপুর জেলার ভারতীয় জনতা পার্টি কর্মীদের জন্য আজ সকালে দীঘা রেল স্টেশন থেকে রামনগর, কাঁথি,দেশপ্রাণ, তমলুক, মেচেদা হয়ে সাঁতরাগাছির দিকে রওনা হয় সকল ৮:৫৫ মিনিটে। যদিও স্পেশাল ট্রেন টি ছাড়ার কথা ছিল সকল ৮ টার সময়। বিজেপি পার্টির নবান্ন যাত্রা আর এই নিয়ে গত কয়েক দিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে হয়েছিল প্রচার। একদিকে প্রচারে ঝড় তুলে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঠিক তেমনি বি জে পি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে, দিলীপ ঘোষ । জানা যায় নবান্ন অভিযান সফল করতে কোনো খামতি রাখেননি যেমন রাজ্যের নেতারা ঠিক তেমনি দিল্লী থেকেও পাওয়া গেছে এক গুচ্ছ সুযোগ সুবিধা। যার ফলসরূপ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় সাত টি ট্রেন দেওয়া হয়েছে কলকাতা আসার জন্য ।এদিন দীঘা থেকে ট্রেন ছাড়ার পর পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন রেল স্টেশন থেকে বি জে পি কর্মীরা স্পেশাল ট্রেনেই চেপেে নবান্নর উদ্দেশে রওনা দেন । যদিও দীঘা ট্রেশনে খুব একটা ভিড় লক্ষ্য করা যায়নি । জানা যায় এই ট্রেন টি আজ সন্ধ্যা সাত টার সময় সাঁতরাগাছি থেকে ছাড়বে দীঘার উদ্দ্যেশে এবং রাত্রি ১০:৩০ মিনিটে দীঘা পৌঁচাবে ।
More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক