December 1, 2025

নিজেদের সংগঠনের নেতৃত্বের ভূমিকা নিয়েই বিভ্রান্ত সাধারন রেশন ডিলাররা

 সোমালিয়া সংবাদ, আরামবাগ : নিজেদের সংগঠনের ভূমিকা নিয়েই  বিভ্রান্তি বাড়ছে  রেশন ডিলারদের মধ্যে।  সংগঠনের  নেতা-নেত্রীরা  কি ভাবছেন, কোন্ পথে তাঁদেরকে দিশা দেখাতে চাইছেন অনেক সাধারণ রেশন ডিলারই তা বুঝতে পারছেন না। এমনটাই জানিয়েছেন  অনেক রেশন ডিলার। এ প্রসঙ্গে উল্লেখ্য, রেশন ডিলারদের একাধিক সংগঠন আছে। অভিযোগ, রেশন ডিলাররা প্রায় দীর্ঘ সাত থেকে আট মাস কমিশন থেকে বঞ্চিত। অনেকে কিঞ্চিৎ কমিশন পেয়েছেন। আবার কেউ কেউ এখনও পর্যন্ত কিছুই পাননি। সাধারণ রেশন ডিলারদের বিভিন্ন দাবি-দাওয়া না শুনে এক এক সংগঠন এক এক কর্মসূচি শুরু করেছে। একপক্ষ ১৮ জনুয়ারি খাদ্যভবন অভিযানের ডাক দিয়েছিল। অপরপক্ষ ১ ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর কুর্নিশ গ্রহণের ডাক। তাই অনেক রেশন ডিলারই প্রশ্ন তুলেছেন, সমস্ত সংগঠন যখন ডিলারদরদী, তাহলে দাবি আদায় হচ্ছে না কেন? সমস্যাটা কোথায়? এতেই বিভ্রান্তি বাড়ছে সাধারণ রেশন ডিলারদের মধ্যে। রেশন ডিলারদের কমিশন ছাড়াও রেশন ব্যবস্থায় আরও অনেক জটিল সমস্যা আছে। আছে সাধারণ মানুষের নতুন কার্ড এবং রেশন দোকান পরিবর্তনের সমস্যা। রেশন দ্রব্যের এবং নন পিডিএস রেশন দ্রব্যের দাম, গুণগত মান নিয়েও আছে বিস্তর অভিযোগ। রাজনৈতিক এবং প্রশাসনিক চাপ তো আছেই। যার ফল ভোগ করতে হচ্ছে সাধারণ রেশন ডিলারদের। অস্বচ্ছ রেশন ব্যবস্থার মধ্যে সাধারণ রেশন ডিলারদের প্রাণ ওষ্ঠাগত। প্রতিবাদ করলেও বিপদ, না করলেও বিপদ।  ডিলারদের সমস্ত সংগঠনই এসব সমস্যার কথা জানে। তা সত্ত্বেও এখনও পর্যন্ত ওইসব সমস্যা সমাধানে তারা কোনরকম সদিচ্ছা দেখায়নি বলে ডিলারদের একটা বড় অংশের অভিযোগ। অভিজ্ঞমহলের মতে, বর্তমান সরকার প্রায় সাড়ে ৯ বছর ক্ষমতায় থাকা সত্ত্বেও, মুখ্যমন্ত্রী সাধারণ রেশন ডিলারদের বিভিন্ন অভাব অভিযোগ নিয়ে একবারও মুখোমুখি হননি। তাই হঠাৎ কেন এই সময়ে ডিলারদের কুর্নিশ জানানোর ইচ্ছা জাগল মুখ্যমন্ত্রীর তা নিয়েও প্রশ্ন উঠেছে? কেউ কেউ প্রশ্ন তুলেছেন, সামনে বিধানসভা নির্বাচন। তাই কি সাধারণ রেশন ডিলারদের ব্রেনওয়াশ করে ক্ষোভ প্রশমনের চেষ্টার জন্য এই কুর্নিশ?  ডিলারদের সংগঠনদের একাংশের  ভূমিকা নিয়েও এক্ষেত্রে  সংগঠনের মধ্যে প্রশ্ন উঠেছে। কেন এখনও পর্যন্ত কোন সংগঠনই  সাধারণ রেশন ডিলারদের দাবিদাওয়া নিয়ে আদালতের দ্বারস্থ হয়নি? তাহলে কি  সাধারণ ডিলারদের সমস্যা সমাধানের তাদের কোন ইচ্ছাই নেই? এ ব্যাপারে বেশ কিছু রেশন ডিলার  সংগঠনের উচ্চনেতৃত্বের দিকে ক্ষোভ উগড়ে দিয়েছেন। তাঁদের অভিযোগ, সাধারণ রেশন ডিলারদের সমস্যা মিটে গেলে হয়তো রেশন ডিলার সংগঠনের নেতৃত্বদের সংগঠনগত সুবিধায় টান পড়বে। হয়তো যতদিন সাধারণ রেশন ডিলারদের সমস্যা থাকবে ততদিনই সংগঠনের এক শ্রেণীর নেতাদের লাভ। পাশাপাশি সংগঠনের ওই সুবিধাভোগী নেতারা সরকারবিরোধী আন্দোলনের নামে তলায় তলায় সরকারের সঙ্গে সমঝোতা করে চলছেন কিনা তাও অনেকে প্রশ্ন তুলেছেন। সাধারণ রেশন ডিলারদের তাই সাফ কথা, আদালতের দ্বারস্থ না হলে সরকারের কাছে কোনরকম দাবি আদায় করা সম্ভব নয়। সেটা প্রায় সমস্ত রেশন ডিলারই বোঝেন। তাহলে  সংগঠনের নেতারা কেন বুঝতে পারছেন না?  তাই সাধারণ রেশন ডিলারদের অনেকেই  বর্তমান সংগঠনের বদলে বিকল্প সংগঠনের দাবি তুলতে শুরু করেছেন।

Loading