সোমালিয়া সংবাদ, আরামবাগ: কেন্দ্রের কৃষি বিলের বিরুদ্ধে দেশজুড়ে কৃষকদের আন্দোলন চলছে। আর সেই আন্দোলনে সামিল হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের কৃষক সংগঠনগুলি। কিন্তু সাধারণতন্ত্র দিবসে রাজধানী দিল্লির বুকে এই আন্দোলনকে কেন্দ্র করে ঘটে গেছে সাম্প্রতিক কালের সবচেয়ে বড় লজ্জাকর ঘটনা । দিল্লির লালকেল্লায় জাতীয় পতাকার অবমাননা করার অভিযোগ উঠেছে কৃষকদের বিরুদ্ধে। কারও কারও মতে, কৃষকদের আন্দোলনের মধ্যে বহিরাগত কিছু মানুষ ঢুকে আন্দোলনকে বানচাল করার জন্যই ওই হিংসাত্মক কার্যকলাপে ইন্ধন জুগিয়েছে। ঘটনা যাই হোক, মঙ্গলবার রাজধানীর বুকে যা ঘটেছে তাতে দেশের প্রায় সমস্ত মানুষই ধিক্কার জানিয়েছে। এই ঘটনায় বিজেপি-বিরোধী দলগুলি অবশ্য বিজেপির উপরেই দায় চাপিয়েছে। এ রাজ্যের প্রধান শাসক দল তৃণমূলও একই দাবি জানিয়েছে। তাই বুধবার সারা রাজ্য জুড়ে কৃষকদের ওপর আক্রমণের প্রতিবাদে আন্দোলনের ডাক দিয়েছিল তৃণমূলের কিষাান ও খেতমজুর সংগঠন। তাই কৃষকদের ওপর পুলিশি আক্রমণের প্রতিবাদে সারা রাজ্যের সঙ্গে আরামবাগ মহকুমাতেও প্রতিবাদ মিছিল করল তৃণমূল কংগ্রেস। বুধবার বিকেলে প্রতিটি ব্লকে দলের পক্ষ থেকে এই মিছিলের আয়োজন করা হয়। কৃষকদের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে আরামবাগে ট্রাক্টর মিছিল বের করে তৃণমূল। এদিন আরামবাগের দৌলতপুর থেকে শুরু হয়ে আরামবাগ শহরের উপর দিয়ে এই মিছিল শেষ হয় বাসুদেবপুর মোড়ে। ট্রাক্টরের উপর উঠে এই মিছিলের নেতৃত্ব দেন বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা, আরামবাগ পুরপ্রশাসক স্বপন নন্দী। এছাড়া দলের অন্যান্য নেতা- কর্মী এবং কৃষকেরা এই মিছিলে অংশগ্রহণ করেন। এই মিছিল থেকে অবিলম্বে কেন্দ্রের কৃষি বিল প্রত্যাহারের দাবি জানানো হয়। গোঘাটের দুটি ব্লকেও তৃণমূলের উদ্যোগে প্রতিবাদ মিছিল করা হয়। এক নম্বর ব্লকে নেতৃত্বে ছিলেন তৃণমূল ব্লক সভাপতি নারায়ন পাঁজা ও পঞ্চায়েত সমিতির সভাপতি মনোরঞ্জন পাল। দু’নম্বর ব্লকে নেতৃত্বে ছিলেন ব্লক সভাপতি তপন মন্ডল ও প্রাক্তন ব্লক সভাপতি চঞ্চল রায়।
![]()

More Stories
বৈষম্যহীন সমাজ গঠনের লড়াই আজও প্রাসঙ্গিক — আরামবাগের সিপিআইএমের নেতা সমীর চক্রবর্তীর অভিজ্ঞতায় উঠে এল সংগঠনের বাস্তবতা
আধুনিক প্রযুক্তির যুগে পড়ুয়া সংকটে গোঘাটের লাইব্রেরিগুলি – পাঠক টানতে উদ্যোগের খোঁজে গ্রন্থাগারগুলি
কোলাহলের মাঝেই চলছে অখণ্ড হরিনাম— হুগলির বদনগঞ্জের কয়াপাট বাজারের মন্দিরে ৪৬ বছরের ঐতিহ্য