October 5, 2025

আলিপুর জেল এখন মিউজিয়াম, থাকছে ইতিহাস বিজড়িত অজস্র জিনিসপত্র

সোমালিয়া ওয়েব নিউজ: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলিপুর মিউজিয়ামের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। জানা গিয়েছে, আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগারের বহু চর্চিত ইতিহাস নথিবদ্ধ আছে এই আলিপুর মিউজিয়ামের মধ্যেই। আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগারের হেরিটেজকে সংরক্ষিত রেখেই এই মিউজিয়াম তৈরি হয়েছে বলেই জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই ইতিহাস বিজড়িত অজস্র কাহিনি নিয়েই আলিপুর মিউজিয়ামে থাকছে লাইট অ্যান্ড সাউন্ড শো।
প্রায় ৪০ মিনিট ধরে হবে এই লাইট অ্যান্ড সাউন্ড শো। এই লাইট অ্যান্ড সাউন্ড শোয়ে প্রবেশ মূল্য থাকছে ১০০ টাকা। পাশাপাশি আলিপুর মিউজিয়ামে ঢোকার জন্য প্রবেশ মূল্য থাকবে ৩০ টাকা। তবে স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য বিনামূল্যে প্রবেশ করার সুযোগ থাকছে এই মিউজিয়ামের ভেতরে। এই আলিপুর সংশোধনাকারী একসময় বন্দী ছিলেন জহরলাল নেহেরু, চিত্তরঞ্জন দাস, যতীন্দ্রমোহন সেনগুপ্ত, সুভাষচন্দ্র বসু, বিধান চন্দ্র রায় এর মত ব্যক্তিত্বরা। তাঁরা জেলের যেসব কুঠুরিতে থাকতেন সেগুলিকে আগেই হেরিটেজ ঘোষণা করা হয়েছিল। সেই সব কুঠুরির সামনে তাঁদের মূর্তি এবং ফলক বসানো হয়েছে।সবমিলিয়ে সরকারের এই উদ্যোগকে সাধুবাদ রাজ্যবাসীর।

Loading