October 5, 2025

পুরশুড়াতে তৃণমূল কর্মীর গলা কাটা দেহ উদ্ধার

সোমালিয়া সংবাদ, পুরশুড়া: তৃণমূল কর্মীর গলাকাটা দেহ উদ্ধারকে ঘিরে তীব্র চঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার পিছনে রাজনীতি নাকি অন্য কোন রহস্য রয়েছে তা পুলিশ খতিয়ে দেখছে। এই ঘটনায় এক যুবক ও এক যুবতিকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। মৃত ওই তৃণমূল কর্মীর নাম শেখ মহম্মদ রফিক (৩১)। বাড়ি পুরশুড়া থানার রাওতাড়া গ্রামে। বাড়িতে মা-বাবা ও স্ত্রী ছাড়াও এক শিশুসন্তান রয়েছে। তিনি লরি থেকে পাথর-বালি ইত্যাদি নামানোর কাজ করতেন। এর জন্য বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে তোকিপুর এলাকায় রোজ যাতায়াত করতেন। বুধবার সকালে তোকিপুর রেল স্টেশন সংলগ্ন এলাকার মানুষ প্রথমে তার মুন্ডুহীন দেহ দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পুরশুড়া থানার ওসি সোমনাথ দে সহ বিশাল পুলিশ বাহিনী। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর দেহ থেকে প্রায় ৫০০ মিটার দূরে একটি ঝোপের মধ্যে তাঁর মুন্ডু খুঁজে পাওয়া যায়। পরে সেখানে পৌঁছান আরামবাগ এসডিপিও অভিষেক মন্ডল, হুগলি গ্রামীণ অতিরিক্ত পুলিশ সুপার লাল্টু হালদার প্রমুখ আধিকারিকরা। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে রফিক বাড়ি থেকে কাজে বেরিয়েছিল। রাত বারোটা পর্যন্ত তোকিপুর রেলস্টেশন এলাকায় এক যুবকের সঙ্গে রফিককে দেখা গিয়েছিল। এদিন তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান জয়দেব জানা বলেন, এই ঘটনার পিছনে বিরোধী রাজনৈতিক দল বিজেপির হাত রয়েছে। ওরা খুন-সন্ত্রাসের রাজনীতি শুরু করেছে। যদিও এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন পুরশুড়া বিজেপি বিধায়ক বিমান ঘোষ তিনি বলেন এই ঘটনার সঙ্গে বিজেপি কোনভাবেই যুক্ত নয় এর পিছনে কারণ থাকতে পারে সব জিনিসের মধ্যে রাজনীতি ঢুকিয়ে দেওয়া ঠিক নয় অন্যদিকে সুন্দরী বেগম বলেন একটি মেয়ে নিয়মিত ফোন করে উত্তপ্ত করতো এমনকি গালিগালাজও করতো এই খুনের পিছনে ওই যুবতী হাত রয়েছে তাকে অবিলম্বে গ্রেফতার করে ফাঁসি দেওয়া উচিত অন্যদিকে হুগলি জেলা সবারই প্রতি মেহবুবুর রহমান বলেন এই ঘটনা অত্যন্ত দুঃখজনক রাজনৈতিক চক্রান্ত নাকি ব্যক্তিগত ব্যাপার তা পুলিশ তদন্ত করে বের করুন। যেই দোষী হোক না কেন তার যেন আইন অনুযায়ী শাস্তি হয় অন্যদিকে পুলিশ সূত্রে জানা গেছে রাতে যে যুবকের সঙ্গে রফিকের শেষ দেখা গিয়েছিল এবং যে যুবতী রফিককে ফোন করতো দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

Loading