October 5, 2025

নানান থিমে সেজে উঠেছে আরামবাগের পুজোমণ্ডপগুলি

সোমালিয়া সংবাদ, আরামবাগ: দু’বছরের করোনা মহামারী কাটিয়ে আবার স্বমহিমায় সেজে উঠেছে আরামবাগের পুজোমণ্ডপগুলি। কোথাও পরিবেশ ভাবনা আবার কোথাও পৌরাণিক কাহিনীকে থিম করে দর্শকদের মন জয় করার প্রতিযোগিতা চালাচ্ছে পুজোকমিটিগুলি। শুধুমাত্র আরামবাগ শহরেই এবার ছোট-বড় মিলিয়ে প্রায় পঞ্চাশটির মতো পুজো হচ্ছে। তার মধ্যে দর্শকদের সবচেয়ে নজর কাড়বে দৌলতপুর যুবশক্তি নাট্যমন্দিরের পুজো। এবার এই পুজো কমিটি থিম করেছে জল সংকট। মাত্র ৬ লক্ষ টাকার বাজেটে পরিবেশ সচেতনতার  ছবি এখানে দেখা যাবে। মন্ডপের সামনে থাকছে একটি বড় ডিপটিউবওয়েল। কিভাবে সেখান থেকে পানীয় জল নষ্ট হচ্ছে তা তুলে ধরা হচ্ছে। আর একটু ভিতরে গিয়ে দেখা যাবে মাটির তৈরি একটা বিশাল কুয়ো। সেখানে জল সংগ্রহের জন্য ধস্তাধস্তির ছবি। এছাড়াও মন্ডপের দু’দিকের দেওয়ালে জল সংকটের হাহাকারের নানান চিত্র ধরা পড়েছে। রয়েছে  চটের সঙ্গে মাটির প্রলেপ লাগিয়ে অবাধে বৃক্ষচ্ছেদন করে নগরায়নের দৃশ্য। এখানে দেবী দুর্গাকে একটি বৃক্ষের মতো করে তৈরি করা হচ্ছে। বৃক্ষছেদনের ফলে কিভাবে পানীয় জলের সংকট নেমে আসছে তা থিমের মাধ্যমে দেখানো হচ্ছে। সমস্ত বিষয়টি আলোকসজ্জা ও স্পটলাইটের মাধ্যমে জীবন্ত করে তোলা হয়েছে। ক্লাবের সম্পাদক সজল কর্মকার বলেন, গত কয়েক বছর ধরেই আমাদের পুজো এবং প্রতিমা বিভিন্ন সেরা পুরস্কার পেয়ে চলেছে। আশা করি এবারও দর্শক মন জয় করতে সক্ষম হবে। প্রতিমা তৈরিতে রয়েছেন দুই শিল্পী কৃষ্ণ পাল এবং প্রদীপ দাস। তিনি আরও বলেন, ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে জল সঞ্চয়ের অবশ্যই প্রয়োজন। একমাত্র তাহলেই ভবিষ্যৎ প্রজন্ম জল সংকটের হাত থেকে মুক্তি পাবে। তাই জল সংকটকে এবার থিম করে জনগণের সামনে তুলে ধরা হচ্ছে। অন্যদিকে আরামবাগ মানিক সংঘ পুজোর ৮৫ তম বছরে থিম আদিযোগী। ৬০ ফুট উচ্চতা এবং ৫৫ ফুট চওড়া শিবমূর্তির আদলে তৈরি করা হয়েছে মন্ডপ। এর জন্য চট, প্লাইউড, সিমেন্ট এবং প্লাস্টার অফ প্যারিস ব্যবহার করা হয়েছে। কষ্টিপাথরের মতো দেখতে মাটি দিয়ে তৈরি হয়েছে দুর্গা প্রতিমা। অন্যদিকে আরামবাগ ৩-এর পল্লীর  থিম কেদারনাথ। পুরো মণ্ডপটিকে উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। চটের উপর নানান কারুকার্য এবং কাঠের বাটাম দিয়ে মন্ডপ বানানো হয়েছে। আলোকসজ্জার মাধ্যমে তা জীবন্ত করে তোলা হচ্ছে। এছাড়া এখানকার আর এক আকর্ষণ নবমীর দিন কুমারী নিয়ে শোভাযাত্রা।

Loading