October 6, 2025

তারকেশ্বর থেকে ডিমাপুর পর্যন্ত চালু হল ‘কিষান রেল’, খুশির হাওয়া হুগলির চাষিমহলে

 সোমালিয়া সংবাদ, তারকেশ্বর: হুগলি জেলার চাষিদের মুখে হাসি ফুটিয়ে শুক্রবার থেকে চালু হয়ে গেল কিষান রেল। এদিন বেলা দশটার সময় তারকেশ্বর রেল স্টেশনে এই ট্রেনের শুভ উদ্বোধন করেন ইস্টার্ন রেলওয়ের আধিকারিকরা। তাঁঁরা জানিয়েছেন, আপাতত সপ্তাহে একদিন প্রতি শুক্রবার এই ট্রেন চলবে। তারকেশ্বর থেকে ট্রেনটি ব্যান্ডেল হয়ে আসামের ডিমাপুর পৌঁছাবে। আলু, পেঁয়াজ, টমেটো সহ বিভিন্ন কৃষিজ ফসল চাষিরা এর মাধ্যমে রপ্তানি করতে পারবেন। জানা গেছে, কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর উদ্যোগে এরাজ্যের চাষিদের আর্থিক উন্নতির লক্ষ্যে এই ট্রেন চলাচলের ব্যবস্থা করা হয়েছে। ভাড়াও খুবই কম রাখা হয়েছে।

জানা গেছে, অন্যান্য ট্রেনে কৃষিজ ফসল নিয়ে যাওয়ার ক্ষেত্রে যা ভাড়া তার তুলনায় ৬০ শতাংশ মুকুব করা হয়েছে। এই ঘটনায় খুশির হাওয়া চাষিমহলে। উল্লেখ্য, হুগলি জেলা মূলত কৃষিপ্রধান এলাকা। সারা বছরই এখানে ধান, আলুর ব্যাপক ফলন হয়। আর সেই ফসলের যথাযথ মূল্য সব সময় তাঁঁরা পান না। বাইরে রপ্তানির অসুবিধা থাকায় অতিরিক্ত উৎপাদনের ক্ষেত্রে চাষিদের অতি কম দামে ফসল বিক্রি করতে হয়। কিন্তু এবার বাইরে রপ্তানির সুযোগ এসে যাওয়ায় চাষিরা আগের থেকে অনেক বেশি দাম পাবেন বলে মনে করছেন।

Loading