সোমালিয়া সংবাদ, আরামবাগ: জোর কদমে চলছে আরামবাগে মেডিকেল কলেজ তৈরির কাজ। আরামবাগ মহকুমা হাসপাতাল সংলগ্ন এলাকায় হাসপাতালের জায়গাতেই ম্যাকিনটোশ বার্ন লিমিটেড (এম বি এল) নামে এক সংস্থা এই কলেজ তৈরির কাজ করছে। জেলা স্বাস্থদপ্তর সূত্রে জানা গেছে, একটা সম্পূর্ণ মেডিকেল কলেজে যা যা প্রয়োজন সবই তৈরি হবে। থাকছে দশ তলা বিশিষ্ট ওপিডি অর্থাৎ আউট পেসেন্ট ডিপার্টমেন্ট কমপ্লেক্স, সাত তলা বিশিষ্ট একাডেমিক ও টেকনিশিয়ান রেসিডেন্স, সাত তলা বিশিষ্ট বয়েজ ও গার্লস হোস্টেল সহ ছোট বড় বেশ কিছু বিল্ডিং তৈরি করা হবে। আপাতত কুড়ি একর জায়গার উপর এই কলেজ গড়ে উঠতে চলেছে। এর ফলে শুধু আরামবাগ মহকুমা নয়, পার্শ্ববর্তী বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, বর্ধমান সহ আশেপাশের জেলাগুলির বহু মানুষ উপকৃত হবেন। একদিকে তাঁরা যেমন উন্নতমানের চিকিৎসা পাবেন, তেমনি অতিরিক্ত অর্থ ব্যয় করে বর্ধমান বা কলকাতা মেডিকেল কলেজে ছুটে যেতে হবে না। এ প্রসঙ্গে উল্লেখ্য, ২০১৯-এর ২২ফেব্রুয়ারি তারকেশ্বরের প্রশাসনিক সভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আরামবাগ মেডিকেল কলেজের শিলান্যাস করেছিলেন। তার মাস তিনেক পর শুরু হয়েছে কলেজ তৈরির কাজ। আগে ঠিক ছিল ২০২১-এর মধ্যেই কাজ সম্পূর্ণ হয়ে যাবে। কিন্তু কোভিড পরিস্থিতির জন্য সেই কাজে বেশ কিছুদিন ব্যাঘাত ঘটে। তাই কাজ শেষ হয়ে আরও বাড়তি কিছুদিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন বরাত পাওয়া সংস্থার ইঞ্জিনিয়াররা। এ বিষয়ে ওই সংস্থার প্রোজেক্ট ইঞ্জিনিয়ার সায়ক সেন বলেন, একাডেমিক বিল্ডিং, বয়েজ ও গার্লস হোস্টেল, নার্সিং কোয়ার্টার সব ব্লকেরই কাজ চলছে। কোভিডের জন্য অনেকটাই সমস্যা হয়েছে। আশা করছি ২০২২-এর মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে।
![]()

More Stories
বৈষম্যহীন সমাজ গঠনের লড়াই আজও প্রাসঙ্গিক — আরামবাগের সিপিআইএমের নেতা সমীর চক্রবর্তীর অভিজ্ঞতায় উঠে এল সংগঠনের বাস্তবতা
আধুনিক প্রযুক্তির যুগে পড়ুয়া সংকটে গোঘাটের লাইব্রেরিগুলি – পাঠক টানতে উদ্যোগের খোঁজে গ্রন্থাগারগুলি
কোলাহলের মাঝেই চলছে অখণ্ড হরিনাম— হুগলির বদনগঞ্জের কয়াপাট বাজারের মন্দিরে ৪৬ বছরের ঐতিহ্য