সোমালিয়া সংবাদ, আরামবাগ: প্রকাশ্যে ধূমপান করা আইনত অপরাধ। কারণ ধূমপান একদিকে যেমন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, তেমনি অন্যদিকে একজনের ধূমপানের ফলে পাশে থাকা অন্যান্য ব্যক্তিরাও ক্ষতিগ্রস্ত হন । কিন্তু তা সত্ত্বেও বহু মানুষ আইন অমান্য করে দিনের পর দিন প্রকাশ্যে ধূমপান করে চলেন। আর শুক্রবার তারই বিরুদ্ধে অভিযান চালালো হুগলি জেলা স্বাস্থ্যদপ্তর ও হুগলি জেলা গ্রামীণ পুলিশ। শুক্রবার আরামবাগ শহরের বিভিন্ন এলাকায় তাঁরা এই অভিযান চালান। এদিন এই প্রতিনিধি দলের সদস্যরা আরামবাগ মহকুমা হাসপাতাল ও আরামবাগ সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে কড়া নজরদারি চালান। সেখানে স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধি ও পুলিশ ধূমপান করা একাধিক ব্যক্তিকে হাতেনাতে পাকড়াও করেন। সঙ্গে সঙ্গেই তাঁদের জরিমানা করেন। জানা গেছে, ৫০ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত তাঁদের জরিমানা করা হয়। এছাড়াও আরামবাগ শহরের বিভিন্ন দোকানে তামাক জাতীয় কোন জিনিস বিক্রি হচ্ছে কিনা সে ব্যাপারেও তাঁরা নজরদারি করেন। এ বিষয়ে এই প্রতিনিধি দলের সদস্য তথা ন্যাশনাল টোব্যাকো কন্ট্রোল প্রোগ্রাম সোশ্যাল ওয়ার্কার শ্রাবন্তী পাশওয়ান জানান, প্রতিবছরই তাঁরা এ ধরনের অভিযান চালিয়ে থাকেন। যেহেতু হাসপাতাল চত্বর খুবই স্পর্শকাতর এলাকা তাই এখানে ধূমপান একেবারেই উচিত নয়। প্রকাশ্যে ধূমপান করলেই তাঁদের ২০০ টাকা পর্যন্ত জরিমানা করা হচ্ছে।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি