সোমালিয়া সংবাদ, আরামবাগ: দিলীপ ঘোষ আর বেলাগাম মন্তব্য যেন সমার্থক হয়ে দাঁড়িয়েছে। শনিবার সকালে আরামবাগে ‘চা-এ পে চর্চা’ কর্মসূচিতে সাংবাদিকদের সামনে একাধিক বেলাগাম কথাবার্তা বললেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। শুক্রবার খানাকুলে বিজয়া সম্মিলনীতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছিলেন, আমরা যখন অন্য রাজ্যে যাই তখন ওরা যেতে দেয় না। দিলীপবাবু আরামবাগে আসছেন তো আসবেন। আর ওনারা যখন চারিদিকে ঘোরেন এই রাজ্য গণতন্ত্র মানে বলে ওনারা যেখানে খুশি যাচ্ছেন, যা খুশি বলতে পারেন। চন্দ্রিমা ভট্টাচার্যের এই বক্তব্য প্রসঙ্গে এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ওনার বাপের জমিদারি নাকি, আটকে দেবে আমাকে? দিলীপ ঘোষ বলেছে বুকে পা দিয়ে হাঁটবে। আটকে দেখুক একবার। এরপরই দিলীপবাবু হুঁশিয়ারি দিয়ে বলেন, গণতন্ত্র ওদের দয়ায় নাকি? গণতন্ত্র আছে কেন্দ্রের জন্য, তাই করে খাচ্ছে। নাহলে যে কোনদিন ভেঙে দিত সরকার। তখন তো ভিখারি হয়ে যেত। রাস্তার কুকুরও জিজ্ঞাসা করতো না কেমন আছো। সাধারণ মানুষের সঙ্গে যেভাবে ব্যবহার করছে তাদের জামা কাপড় খুলে নেবে। আর বেশিদিন না, মাস ছয়েকের মধ্যেই এটা হবে। এছাড়াও দিলীপবাবু এদিন তৃণমূলকে ‘ছাগলের তৃতীয় বাচ্ছা’ বলে মন্তব্য করেন। তিনি বলেন, তৃণমূল হল ছাগলের তৃতীয় বাচ্ছা, ভারতীয় রাজনীতিতে তৃণমূলের কি গুরুত্ব আছে? পার্টিটা উঠে গেলেই কি বা থাকলেই বা কি? এ বিষয়ে আরামবাগের প্রাক্তন পুরপ্রধান তথা তৃণমূল নেতা স্বপন নন্দী বলেন, উনি একজন সিনিয়র লিডার। উনি যখন ওরকম কথা বলেন তখন তাঁর দল কেমন সে সম্পর্কে সবাই বুঝতে পারছেন। ওই ধরনের কথার উত্তর দিতেও আমাদের রুচিতে বাধে।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি