সোমালিয়া সংবাদ, আরামবাগ: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির দ্রুত আরোগ্য কামনায় মা কালী ও শিবের কাছে পুজো দিলেন আরামবাগের তৃণমূল নেতাকর্মীরা। রবিবার আরামবাগ পাঁড়ের ঘাট শ্মশান কালী ও শিব মন্দিরে তাঁরা পুজো দেন। উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা, প্রাক্তন পুরপ্রধান স্বপন নন্দী, আরামবাগ শহর তৃণমূল কংগ্রেস সভাপতি প্রদীপ সিংহ রায়, সালেপুর-২ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান সঞ্জিত অধিকারী, তৃণমূল যুবনেতা শেখ বেলাল সহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। উল্লেখ্য, ২০১৬ সালের ১৮ অক্টোবর হুগলির সিঙ্গুরের কাছে গাড়ি দুর্ঘটনায় কবলে পড়েছিলেন অভিষেক। তখনই তিনি তাঁর বাঁ চোখে গুরুতর আঘাত পেয়েছিলেন। তারপর বিভিন্ন জায়গায় চোখের চিকিৎসা করালেও সমস্যা থেকেই গেছে। কিছুদিন আগে সেই সমস্যা অনেকটাই বেড়ে যায়। তারপরেই আমেরিকায় তাঁর চোখের অস্ত্রোপ্রচার হয়। বর্তমানে তিনি অনেকটাই সুস্থ। কিন্তু তবুও দলের অসংখ্য নেতাকর্মী ও অনুগামীদের মধ্যে উদ্বেগের শেষ নেই। তাই এদিন আরামবাগের নেতাকর্মীরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করে পুজো দেন। এ বিষয়ে আরামবাগের প্রাক্তন পুরপ্রধান স্বপন নন্দী বলেন, আমাদের দলের সেনাপতি অভিষেক ব্যানার্জি, তিনি চোখের চিকিৎসার জন্য বর্তমানে আমেরিকায় রয়েছেন। তাঁর সুস্থ কামনায় আমরা সকলে মা কালী ও শিবের কাছে পুজো দিতে এসেছিলাম। যাতে তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার দলের জন্য আগের মত কাজ করতে পারেন তার জন্যই প্রার্থনা জানিয়েছি। অন্যদিকে প্রাক্তন বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা বলেন, আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সবসময় একটা কথা বলে থাকেন, তৃণমূল কংগ্রেস হল একটা পরিবার। আর সেই পরিবারের একজন সদস্য অভিষেক ব্যানার্জি চিকিৎসার জন্য বাইরে গেছেন। তাই তিনি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসতে পারেন তার জন্য মায়ের কাছে প্রার্থনা জানালাম, তাঁর দীর্ঘায়ু কামনা করলাম।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি