October 5, 2025

কালীপুজোর দিনে হাসি ফুটলো শিশুদের

সোমালিয়া ওয়েব নিউজ: পশ্চিমবঙ্গের অন্যতম পিছিয়ে থাকা জেলা হলো পুরুলিয়া। একটা সময় মাওবাদীদের আনাগোনার জন্য এলাকাবাসীরা স্বাভাবিক জীবন যাপন করতে পারত না। গত কয়েক বছর ধরে ধীরে ধীরে অবস্থার পরিবর্তন হয়। সেখানে লাগে উন্নয়নের ছোঁয়া। বহু সংস্থা সেখানকার উন্নয়ন কর্মযজ্ঞে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। এলাকার অর্থনৈতিক ও সামাজিক অবস্থার পরিবর্তন হচ্ছে। এরকমই একটি সংস্থা হলো ভূমিতীর্থ ফাউণ্ডেশন। পাশে এসে দাঁড়িয়েছে নিউক্র্যাড এগ্রি ফার্ম। এলাকার উন্নয়নের স্বার্থে এই দুই সংস্থার যৌথ উদ্যোগে ও স্থানীয় জমির মালিকদের নিয়ে গড়ে উঠছে পলাশতীর্থ এগ্রি ফার্ম অ্যাণ্ড হসপিটালিটি।ইতিমধ্যে পুরুলিয়ার বাঘমুণ্ডির হেসাডি গ্রামে সামাজিক উন্নয়নের পরিকাঠামো গড়ে তুলেছে ভূমিতীর্থ ফাউণ্ডেশন। বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ করে তারা মানুষের মধ্যে পরিচিতি লাভও করেছে। এবার তারা এলাকার জনপ্রিয় উৎসব বাঁদনা পরব ও দীপাবলির প্রাক্কালে সেখানকার ছোট ছোট বাচ্চাদের হাতে নতুন পোশাক উপহার দেওয়ার সিদ্ধান্ত নেয়। বেশ কয়েকজন শুভানুধ্যায়ীও অর্থসাহায্যের জন্য এগিয়ে আসেন ৷স্থানীয় মানুষজনের উপস্থিতে হেসাডি গ্রামের পূর্ব নির্ধারিত প্রায় ১৪০ জন বাচ্চার হাতে তুলে দেওয়া হয় নতুন পোশাক। এছাড়াও তুলে দেওয়া হয় খাতা, রং-পেন্সিল ও জলের বোতল। সাধুবাদ জানায় এলাকার মানুষ।

Loading