সোমালিয়া ওয়েব নিউজ: বিয়ের আনন্দে কার্যত বিভোর হয়ে আছেন আড়াই ফুটের মানুষটি।বিয়ে করার প্রবল ইচ্ছেটা চেপে রাখেননি তিনি। বরং জনে জনে ধরে একটা পাত্রী খুঁজে দিতে বলেছিলেন। নিজের বিয়ের পুরো উদ্যোগটা নিজেই নিয়েছিলেন। এমনকি আত্মীয় পরিজন থেকে পাড়া প্রতিবেশি, চেনাশোনা সকলকে বলেও কাজ না হওয়ায় পুলিশের কাছে গিয়েও আবদার করেন পাত্রী খুঁজে দেওয়ার জন্য। সংবাদমাধ্যমেরও দ্বারস্থ হন যাতে তারা অন্তত একটা পাত্রীর খোঁজ করে দেয়।বিয়ে করার এমনই অদম্য ইচ্ছা বুকে করে তিনি মাসের পর মাস ঘুরেছেন। কিন্তু পাত্রী জোটেনি। পাত্রী হয়তো পেয়েই যেতেন, কিন্তু বাধা হয়ে দাঁড়ায় তাঁর উচ্চতা।অবশেষে পাত্রীর দেখা পাওয়া গেলো।পাত্রী বুসরার উচ্চতা তাঁর চেয়ে সামান্য কম। পাত্রী ২ ফুটের। তাই পাশাপাশি মানাবেও সুন্দর। বিয়ে আগামী ৭ নভেম্বর স্থির হয়েছে।এখন তাই বিয়ের প্রস্তুতি নিয়ে আজিমের দম ফেলার সময় নেই। তিনি স্থির করেছেন বিয়েতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেও নিমন্ত্রণ জানাবেন। সবমিলিয়ে এখন দেখার তাঁর ইচ্ছা পুরন হয় কিনা।
More Stories
১৩ হাজার ডলারের বিনিময়ে কেনা এক টুকরো বিরানভূমি, যা পরিণত হলো প্রকৃতির স্বর্গে
কেন ব্যবহার করা হয় “ঘট” হিন্দু পূজায়?
মা দুর্গার মুখে উর্ণনাভ: মহামায়ার চিহ্ন