October 5, 2025

প্রেম কারে কয়, ৮৩ বছর বয়সী বিদেশি মহিলা বিয়ে যুবকের

সোমালিয়া ওয়েব নিউজ: পাকিস্তানের ২৮ বছরের এক যুবক প্রেমে পড়ে যান পোল্যান্ডের ৮৩ বছর বয়সী এক বৃদ্ধার সাথে। হ্যাঁ, প্রথমে শুনে অবিশ্বাস্য মনে হলেও ঠিক ওই ঘটনাই এবার ঘটেছে। শুধু তাই নয়, ইতিমধ্যেই তাঁরা তাঁদের প্রেমকে সম্মান জানিয়ে বিয়েও করে ফেলেছেন। মূলত, “বয়ফ্রেন্ড”-কে বিয়ে করতে সুদূর পোল্যান্ড থেকে পাকিস্তানে পৌঁছেছিলেন ওই মহিলা।খবর অনুযায়ী, ২০২১ সালের নভেম্বরে পাকিস্তানের হাফজাবাদের কাজিপুরে ওই মহিলা এবং ২৮ বছর বয়সী হাফিজ নাদিমের বিয়ে সম্পন্ন হয়। এমতাবস্থায়, বিয়েতে তাঁরা দু’জনেই খুব খুশি হয়েছেন বলে জানা গিয়েছে। এমনকি, বিয়ের এক বছর পর ওই দম্পতির একটি সাক্ষাৎকারও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে তাঁদের দু’জনকেই একাধিক প্রশ্নের খোলামেলা উত্তর দিতে দেখা গিয়েছে।পোল্যান্ড থেকে আসেন ওই মহিলা। সোশ্যাল মিডিয়ায় মারফত পরিচয় হয় ওই দু’জনের। তারপরেই ধীরে ধীরে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তাঁরা। পাশাপাশি, তাঁরা একসাথে থাকার সিদ্ধান্তও নিয়েছিলেন। এমতাবস্থায়, ধৈর্য ধরতে না পেরে পোল্যান্ডের বাসিন্দা ওই মহিলা সরাসরি পাকিস্তানে পৌঁছে নিয়ম মেনে নাদিমকে বিয়ে করে নেন।

Loading