সোমালিয়া ওয়েব নিউজ: অবশেষে মা হলেন আলিয়া ভাট।৬ নভেম্বর সকালে মুম্বইয়ের এইচ এন রিলায়েন্স হাসপাতালে এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন অভিনেত্রী। সংবাদ মাধ্যমের কাছ সুখবর শেয়ার করেছেন রণবীর কাপুরের দিদি ঋদ্ধিমা কাপুর সাহানি। মা এবং সদ্যোজাত দুজনেই সুস্থ আছে বলে খবর।
রবিবার সকালেই রণবীর আলিয়াকে হাসপাতালে আসতে দেখে গুঞ্জন ছড়িয়েছিল, আজই ভূমিষ্ঠ হতে পারে জুটির সন্তান। জল্পনা সত্যি করে তাঁরা হাসপাতালে পৌঁছানোর ঘন্টাখানেক পরেই সন্তানের জন্ম দেন আলিয়া। শুরু থেকেই স্ত্রীর পাশে ছিলেন রণবীর। আলিয়ার মা এবং শাশুড়ি সোনি রাজদান ও নীতু কাপুর হাসপাতালে দেখা করতে আসেন নতুন মা ও নবজাতকের সঙ্গে।সবাইকে চমকে দিয়ে মাসের শুরুতেই সন্তানের জন্ম দিলেন আলিয়া। তাতে অবশ্য উৎসাহ উচ্ছ্বাসের কমতি নেই কাপুর এবং ভাট পরিবারে। বাড়ির ছোট মেয়ে মা হয়েছে, আনন্দে ভাসছেন ভাট পরিবার।
More Stories
স্বামীর রচনা
ব্যাঙ্কে লুঙ্গি পরে যাবেন না
অভিনেতা পাহাড়ি সান্যাল