সোমালিয়া সংবাদ, গোঘাট: বীর শহিদ বিরসা মুন্ডার জন্মদিনে আদিবাসী সম্প্রদায় অধ্যুষিত এলাকায় নতুন ঢালাই রাস্তা উপহার দিলেন আরামবাগ সাংসদ অপরূপা পোদ্দার। গোঘাটের আমোদপুরে মঙ্গলবার তিনি ফিতে কেটে এই রাস্তার উদ্বোধন করেন। তিনি ছাড়াও উপস্থিত ছিলেন গোঘাট-১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মনোরঞ্জন পাল, পূর্ত কর্মাধ্যক্ষ প্রদীপ রায়, বিডিও সুরশ্রী পাল, প্রধান মনীষা সেন সহ আদিবাসী সম্প্রদায়ের অসংখ্য মানুষজন। এদিন আদিবাসী ভাই-বোনেরা নিজেদের ধামসা-মাদল নিয়ে এই সুন্দর মুহূর্তটিকে স্মরণীয় করে রাখেন। জানা গেছে, এই এলাকায় প্রায় ১৪০০ আদিবাসী মানুষের বসবাস। কিন্তু এই এলাকার আসুদখোলা থেকে খেলাদিঘি পর্যন্ত রাস্তা দীর্ঘদিন নষ্ট হয়ে গিয়েছিল। এ বছর আগস্ট মাসে ওই এলাকার আদিবাসী মানুষজন রাস্তাটি ঢালাই করার জন্য সাংসদ অপরূপা পোদ্দারের কাছে অনুরোধ জানিয়েছিলেন। সঙ্গে সঙ্গে অপরূপাদেবী তাঁদেরকে দ্রুত ঢালাই রাস্তা উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এর জন্য তিনি তাঁর সাংসদ তহবিল থেকে ১১ লক্ষ ৯৯ হাজার ৪০০ টাকা বরাদ্দ করেন। দ্রুত গতিতে এই রাস্তাটির কাজ শেষ করা হয়। এদিন বীর শহিদ বিরসা মুন্ডার জন্মদিনের সুন্দর মুহূর্তে তা গ্রামবাসীদের ব্যবহারের জন্য খুলে দেওয়া হল। এ বিষয়ে সাংসদ অপরূপা পোদ্দার বলেন, এই রাস্তার উপর দিয়ে আদিবাসী পরিবারের ছেলেমেয়েরা যখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপহার দেওয়া সবুজ সাথী সাইকেল চড়ে পিঠে ব্যাগ নিয়ে স্কুলে যাবে তার থেকে আনন্দের আর কিছু হতে পারে না। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন মা-মাটি-মানুষের সরকার সব সময়ই তপশিলি জাতি ও উপজাতি মানুষের পাশে রয়েছে। তাদের উন্নয়নের জন্য সব সময় কাজ করে চলেছে। আগামী দিনেও একই ভাবে পাশে থাকবে। অন্যদিকে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন এদিন এই রাস্তা উপহার পেয়ে ভীষণই আপ্লুত। তাঁরা এর জন্য সাংসদ অপরূপা পোদ্দারের পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং সাংসদ অভিষেক ব্যানার্জিকে ধন্যবাদ জানান।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি