সোমালিয়া ওয়েব নিউজ:
সোমালিয়া ওয়েব নিউজ: পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে উদযাপিত হলো বিশ্ব মৎসজীবি দিবস। এদিন কাঁথি মহকুমা মৎস্যজীবী উন্নয়ন সমিতির সভাপতি আমিন সোহেলর আহবানে কাঁথি সেন্টাল বাস স্ট্যান্ডে বিশ্ব মৎস্যজীবী দিবস উদযাপিত হয়। উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ সভাধিপতি তথা পটাশপুর বিধানসভার বিধায়ক উত্তম বারিক ,পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান তথা জেলা পরিষদ কো-মেন্টর হাবিবুর রহমানসহ অন্যান্যরা।এদিন মৎসজীবি দিবসে কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডের সভায় ভিড় ছিল চোখে দেখার মতোন। এদিন কাঁথি মহকুমার অন্তর্গত সকল মত্স্যজীবীদের দেখা যায় সভাতে। বিশ্ব মৎসজীবি দিবসে সকল মৎস সম্প্রদায় মৎসজীবি দের পাশে থাকার বার্তা দেন কাঁথি মহকুমা মৎস উন্নয়ন সমবায় সমিতির সভাপতি অমিন সোহেল । পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাপতি উত্তম বারিক বলেন পশ্চিম বঙ্গের তথা পূর্ব ভারতের অন্যতম মৎস এলাকা হলো পূর্ব মেদিনীপুর এবং আগামী দিনে মৎসজীবি দের উন্নয়ন ও নতুন দিশা দেখাবে কাঁথির মৎসজীবিরা। নতুন প্রযুক্তি এবং সব সময় পাশে থাকার কথা বলেন তিনি।
More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক