October 6, 2025

বিষধর শঙ্খচূড়কে নিয়ে খেলছে একজন ছোট শিশু

সোমালিয়া ওয়েব নিউজ: মাটিতে বসে একটি শিশু। আশপাশে বাড়ির বড়দের কেউ ছিল না। কিন্তু শিশুটির পাশে দেখা গেল একটি বিশালাকার শঙ্খচূড় সাপ।সাপের নাম শুনলে যেখানে বেশির ভাগ মানুষ আঁতকে ওঠেন, সেখানে একটি শিশুকে দেখা গেল সাপ নিয়ে অবলীলায় খেলে যাচ্ছে। তা-ও আবার যে সে সাপ নয়, বিশ্বের অন্যতম বিষধর সাপ শঙ্খচূড়। ভয় ধরানো সেই ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। আর সেই দৃশ্য দেখে আঁতকে উঠেছেন অনেকেই। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করা হয়নি। ভিডিয়োতে দেখা যাচ্ছে, মাটিতে বসে একটি শিশু। আশপাশে বাড়ির বড়দের কেউ ছিল না। কিন্তু শিশুটির পাশে দেখা গেল একটি বিশালাকার শঙ্খচূড় সাপ। সেটি শিশুর দিকে এগিয়ে যেতেই মাথাটা চেপে ধরল ছোট্ট ছোট্ট হাত দিয়ে। আশ্চর্যজনক ভাবে সাপটিও যেন সেই শিশুটির কাছ থেকে পালানোর চেষ্টা করছিল। যে কোনও মুহূর্তে শিশুটির প্রাণ যেতে পারত। কিন্তু বাড়ির কারও বিষয়টি নিয়ে ভ্রূক্ষেপ না থাকায় সমাজমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই।

Loading