সোমালিয়ায় সংবাদ, কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেড়ারেশনের রাজ্য সম্মেলনে উপস্থিত হয়ে সকলকে কুর্নিশ জানালেন। কিন্তু তা সত্ত্বেও আশানুরূপ কমিশন বৃদ্ধি না হওয়ায় হতাশ রেশন ডিলাররা। তাঁরা ভেবেছিলেন কুর্নিশ জানাবার পাশাপাশি তাঁদের দাবি মতো একটি নির্দিষ্ট পরিমাণ কমিশন বৃদ্ধির ঘোষণা করা হবে। এতদিন পর্যন্ত রেশন ডিলাররা কুইন্টাল প্রতি ৭০ টাকা কমিশন পেতেন। এদিন মুখ্যমন্ত্রী জানান ওই কমিশন ৭৫ টাকা করা যেতে পারে। এ প্রসঙ্গে তিনি বলেন, এখনই বেশি কমিশন সরকারের পক্ষে দেওয়া সম্ভব নয়। পরে আলোচনা করে দেখা যাবে। এ বিষয়ে রেশন ডিলারদের একাংশের বক্তব্য, বর্তমান পরিস্থিতিতে এই কমিশনে রেশন দোকান চালানো সম্ভব নয়। এদিন দূরদূরান্ত থেকে এমনকি উত্তরবঙ্গ থেকেও অনেক রেশন ডিলার অনুষ্ঠানে যোগদান করেছিলেন। কিন্তু আশানুরূপ কমিশনের কথা ঘোষণা না হওয়ায় তাঁরাও হতাশ বলে জানান। কিছু রেশন ডিলারদের বক্তব্য, অনেকে দোকান থেকে রেশন দ্রব্য তোলেন না একথা সম্পূর্ণ ঠিক নয়। এখনকার দিনে প্রত্যেকে নিজে আসতে না পারলেও বাড়ির কাজের লোককে দিয়ে দোকান থেকে রেশন নিয়ে যান। এছাড়াও এদিন মুখ্যমন্ত্রী উপস্থিত ডিলারদের জানান, টাকা বেশি হলে চিন্তা থাকবে। যতটুকু প্রয়োজন ততটুকুই থাকলে চিন্তাও থাকবে না, ভাবনাও থাকবে না। কষ্ট করে ছেলেমেয়েদের মানুষ করলে তারা মানুষের মত মানুষ হবে। তারা সবকিছু জানবে, চরিত্র গঠন হবে। মাথা তুলে দাঁড়াবে। কিন্তু সোনার ললিপপ নিয়ে জন্মগ্রহণ করলে ওইটুকুই। বাবা ছেলে-মেয়েকে মানুষ করবে। আর তারা বিদেশে চলে যাবে। বাবা-মায়ের মৃত্যু হয়ে যাবে আর কম্পিউটারে সার্টিফিকেট চলে আসবে। পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে কেন্দ্রীয় সরকারকে বিভিন্নভাবে আক্রমণ করেন। রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার কথা তুলে ধরেন।
More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক