সোমালিয়ায় সংবাদ, আরামবাগ: বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই জমে উঠেছে রাজনৈতিক দলগুলির কর্মসূচি। রাজ্যজুড়ে বিভিন্ন দলের নেতা-নেত্রীরা কখনও সরকারি অনুষ্ঠানকে হাতিয়ার করে, আবার কখনও রাজনৈতিক জনসভা করে ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছে। বিভিন্ন দলের পক্ষ থেকে চলছে দেওয়াল লিখন। আরামবাগ মহকুমাও তার ব্যতিক্রম নয়। ইতিমধ্যেই দুটি বড় কর্মসূচি হয়ে গেছে। খানাকুলের সেকেন্দারপুর মাঠে জনসভা করে গেছেন স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। অন্যদিকে তার পাল্টা হিসেবে আরামবাগ শহরে রোড শো করেছেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন আর এক বিজেপি নেতা সায়ন্তন বসু। মঙ্গলবার আরামবাগ শহরে বড়সড় মিছিল করতে চলেছে সিপিএম। দলের হুগলি জেলা কমিটির উদ্যোগে এদিন পদযাত্রা অনুষ্ঠিত হবে। পদযাত্রা শুরু হবে কালিপুর থেকে, শেষ হবে বাসুদেবপুর মোড়ে। আর তা শেষ হতে না হতেই বুধবার আরামবাগে আসছেন তৃণমূলের এক ঝাঁক নেতা-নেত্রী। ওইদিন রোড শোতে অংশগ্রহণ করবেন অভিনেতা সোহম চক্রবর্তী। সঙ্গে থাকছেন তৃণমূলের যুব আইকন দেবাংশু ভট্টাচার্য ও তৃণমূলে ফিরে আসা সুজাতা মন্ডল। বিভিন্ন দলের নেতা-নেত্রীদের আগমনে জমজমাট হয়ে উঠেছে আরামবাগ। বিধানসভা নির্বাচন ঘোষণা হতে যতই থাক না কেন রাজনৈতিক দলগুলি যে এখন থেকেই কোমর বেঁধে ক্ষমতা দখলের লড়াইয়ে নেমে পড়েছে তা আর বলার অপেক্ষা রাখে না।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি