October 5, 2025

ভোট: গ্রামবাসীদের সাহস দিতে গ্রামে গ্রামে গোঘাট পুলিশ

সোমালিয়া সংবাদ, গোঘাট: বিধানসভা নির্বাচনের আর বেশি দেরি নেই। রাজনৈতিক দলগুলি ইতিমধ্যেই প্রচারে নেমে পড়ছে। জোর কদমে চলছে একে অপরকে টেক্কা দেওয়ার লড়াই। একইসঙ্গে প্রশাসনিক কাজেও তৎপরতা বেড়েছে। আগামী নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করে তুলতে সবরকম ব্যবস্থা গ্রহণ করছে প্রশাসন। হুগলি জেলা গ্রামীণ পুলিশের পক্ষ থেকেও এ নিয়ে আগাম পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। গোঘাট থানা পুলিশের পক্ষ থেকে প্রায় প্রতিদিনই বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। কারণ প্রতিবার নির্বাচনের সময় দেখা যায় কিছু মানুষ ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে ভয় পান। ফলে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের সামগ্রিক ছবি সবসময় ভোটবাক্সে ধরা পড়ে না। আর তাই এবার সেই মানসিকতা বদলানোর জন্য ইতিমধ্যেই গ্রামে গ্রামে গিয়ে গ্রামবাসীদের বোঝাচ্ছেন গোঘাট থানার পুলিশ আধিকারিক অনিল রাজ ও তাঁর সহকর্মীরা। কেন ভোট দেওয়ার প্রয়োজন, ভোট দিতে গেলে যে ভয়ের কোন কারণ নেই এসব জিনিস তাঁরা তুলে ধরছেন। নিরাপত্তার ব্যাপারেও তাঁরা আশ্বাস দিচ্ছেন। ওই সমস্ত এলাকার গ্রামের মানুষরা জানালেন, পুলিশ যদি এভাবে নিরাপত্তার আশ্বাস দেয় এবং নির্বাচনে সদর্থক ভূমিকা পালন করে তাহলে তাঁরা নিশ্চিন্তে ভোট দিতে পারবেন। তাই তাঁরা পুলিশের এই উদ্যোগে ভীষণ খুশি।

Loading