সোমালিয়া সংবাদ, গোঘাট : আবারও এক গরিব পরিবারে মুশকিল-আসান হয়ে দাঁড়ালো স্বাস্থ্যসাথী কার্ড। স্বাস্থ্যসাথী কার্ডের জন্য ফরম ফিলাপ করে জমা দিয়েছেন। কিন্তু এখনও ছবি তোলার তারিখ আসেনি। এদিকে হঠাৎই গলব্লাডারে স্টোন ধরা পড়েছে। এখন তড়িঘড়ি স্বাস্থ্যসাথী কার্ডের প্রয়োজন। কারণ অস্ত্রোপচারের জন্য অনেক টাকার লাগবে। তাই স্থানীয় তৃণমূল ছাত্রনেতার উদ্যোগে রবিবার এক ঘণ্টার মধ্যেই স্বাস্থ্যসাথী কার্ড হাতে পেয়ে গেলেন গোঘাটের সাওড়া গ্রাম পঞ্চায়েতের আমডোবা গ্রামের বাসিন্দা অসুস্থ নাসিমা খাতুন। তাঁর স্বামী শেখ আব্দুল হালিমের একটি ছোট জুতোর দোকান আছে। কিন্তু তাও ভালো চলে না। জমি-জায়গাও নেই। আর্থিক অবস্থা তেমন ভালো নয়। এদিকে চিকিৎসকরা জানিয়েছেন দ্রুত অপারেশনের প্রয়োজন। তাই তাঁরা শনিবার বিকেলে যোগাযোগ করেন গোঘাট-১ নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি সৈয়দ আসিক হোসেনের সঙ্গে। উল্লেখ্য, আসিকের উদ্যোগেই কয়েকদিন আগে এলাকার সমস্যায় পড়া মানুষদের জন্য সরকারি প্রকল্পের সুবিধা পেতে একটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে।
বিষয়টি শোনার পরে আসিক জানতে পারেন রবিবার গোঘাটের রঘুবাটী অঞ্চলে দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে। তাই তিনি সরকারি আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করে ওই পরিবারকে এদিন সেখানে নিয়ে গিয়ে হাজির হন। অত্যন্ত দ্রুত ওই পরিবারের ছবি তুলে সঙ্গে সঙ্গে তাঁদের হাতে স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে দেওয়া হয়। কার্ড নিয়ে সঙ্গে সঙ্গেই তাঁরা আরামবাগের একটি বেসরকারি নার্সিংহোমে চলে যান। নাসিমার স্বামী শেখ আব্দুল হালিম জানান, এদিন কার্ড পাওয়ার পরেই কার্ড নিয়ে নার্সিংহোমে যাই। কার্ড দেখে নার্সিংহোম কর্তৃপক্ষ জানিয়েছেন অস্ত্রোপচারের জন্য কোন টাকা লাগবে না। এ ঘটনায় অত্যন্ত খুশি আব্দুল হালিম ও তাঁর পরিবার। তাঁরা বলেন, এত তাড়াতাড়ি সরকারি পরিষেবা পাওয়া যাবে আমরা ভাবতেও পারেনি। এখন এই কার্ডের মাধ্যমে আমরা বিনা খরচেই অস্ত্রোপচার করাতে পারব। এর জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অনেক ধন্যবাদ। পাশাপাশি তাঁরা ধন্যবাদ জানিয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি আসিক হোসেনকেও। অন্যদিকে আসিক বলেন, আমরা সাধারন মানুষের পাশে থাকতেই হেল্পলাইন চালু করেছি। ইতিমধ্যেই অনেক মানুষ ফোন করছেন। তাঁদের সমস্যা যতটা পারছি সমাধান করার চেষ্টা করছি। সাধারণ মানুষ উপকৃত হলেই আমরা খুশি।
![]()

More Stories
বৈষম্যহীন সমাজ গঠনের লড়াই আজও প্রাসঙ্গিক — আরামবাগের সিপিআইএমের নেতা সমীর চক্রবর্তীর অভিজ্ঞতায় উঠে এল সংগঠনের বাস্তবতা
আধুনিক প্রযুক্তির যুগে পড়ুয়া সংকটে গোঘাটের লাইব্রেরিগুলি – পাঠক টানতে উদ্যোগের খোঁজে গ্রন্থাগারগুলি
কোলাহলের মাঝেই চলছে অখণ্ড হরিনাম— হুগলির বদনগঞ্জের কয়াপাট বাজারের মন্দিরে ৪৬ বছরের ঐতিহ্য