October 6, 2025

কলকাতা চলচিত্র উৎসবে বলিউড ছবির খ্যাতনামা পরিচালক মহেশ ভট্ট

সোমালিয়া ওয়েব নিউজ: শুরু হয়ে গেল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ছিল উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে বসেছিল চাঁদের হাট। কলকাতার তারকাদের সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন বলিউডের একাধিক তারকা। এই বছর, ২৮ বছরে পড়ল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। শুধু সিনে দুনিয়ার তারকারা নয়, আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহেশ ভট্ট, জয়া বচ্চন, সৌরভ গঙ্গোপাধ্য়ায় সহ একঝাঁক তারকা। উদ্বোধনী ছবি হিসাবে হৃষিকেশ মুখোপাধ্যায় পরিচালিত ‘অভিমান’ ছবিটিকে দেখানো হবে। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উপস্থিত ছিলেন বলিউডের ছবি নির্মাতা মহেশ ভট্ট। সেখানে রাখলেন নিজের বক্তব্য।এদিন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে মহেশ ভট্ট বলেন, ‘কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা এবং কৃতজ্ঞতা। কলকাতার সমস্ত মানুষ, মমতা জি, সবাইকে কৃতজ্ঞতা জানাই আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। ১০১ বছর আগে গুরুদেব নোবেল পুরস্কার পেয়েছিলেন গীতাঞ্জলির জন্য। তাঁর প্রতিটা শব্দ প্রত্যেক ভারতীয় হৃদয়ে গেঁথে রয়েছে। আর আমাদের সেই সমস্ত শব্দ নিয়েই বেঁচে থাকতে হয়।’ এরপরই ভারতীয়দের শক্তি নিয়ে অনেক কথা বলেন তিনি। 

Loading