October 6, 2025

বিশ্ববিদ্যালয়ে ঢোকার অধিকার নিয়ে আন্দোলন আফগান মহিলাদের

সোমালিয়া ওয়েব নিউজ: বিশ্ববিদ্যালয়ের চৌকাঠে পা রাখার স্বপ্নটা অধরা ছিলো বছর উনিশের আফগান তরুণীর। সপ্তাহখানেক আগেই বিশ্ববিদ্যালয়ের পড়ার জন্য প্রবেশিকা পরীক্ষায় বসেছিলেন মারওয়া নামে এক আফগান তরুণী। কাবুলে একটি মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তিও হয়েছিলেন। নার্সিং নিয়ে পড়াশোনা শুরু করেছিলেন। কিন্তু তালিবান সরকারের এক ঘোষণায় সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছে মারওয়ারের। বিশ্ববিদ্যালয়ে পা রাখার আগেই সেই স্বপ্ন কেড়ে নিয়েছে তালিবান। তারা ঘোষণা করেছে, মহিলাদের বিশ্ববিদ্যালয়ে আর ঢুকতে দেওয়া হবে না। আর সেই ঘোষণাতেই হাজার হাজার আফগান তরুণীর স্বপ্ন ভেঙে খান খান হয়ে গিয়েছে।তাঁদের মধ্যেই এক জন মারওয়া। সংবাদ সংস্থা এএফপিকে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে মহিলাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি না করে তালিবান যদি আমাদের মাথা কেটে নিত, অনেক ভাল হত। মহিলা হয়ে জন্ম নেওয়াই তা হলে পাপ হল? আমি যে বেঁচে আছি, এটা ভাবতেই ঘেন্না লাগছে।তাঁর কথায়, এ দেশে পশুদের থেকেও মহিলাদের অবস্থা খারাপ। পশুরা নিজেদের ইচ্ছামতো যেখানে খুশি ঘুরে বেড়াতে পারে। আমাদের সেই স্বাধীনতাটুকুও কেড়ে নেওয়া হয়েছে।সবমিলিয়ে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা করার দাবি আন্দোলন শুরু করেছে আফগান মহিলারা।

Loading