October 5, 2025

স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাট ঘিরে উন্মাদনা এলাকায়

সোমালিয়া ওয়েব নিউজ: হাওড়ার হাট অন্যান্য আর পাঁচটা হাটের থেকে একটু আলাদা। যদিও এই হাটে জামা কাপড় খাবার, ঘর সাজানো সামগ্রী থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসেরই সম্ভার। তবে এই হাটে যে বিষয়টা অন্য পাঁচটা হাটের থেকে আলাদা করেছে, সেটি হল স্টলের সমস্ত বিক্রেতাই মহিলা যারা স্বনির্ভর গোষ্ঠীর সদস্য। তাদের হাতের তৈরি নানা জিনিসের মেলা, এই হাটের বিশেষ আকর্ষণ হল নিত্যনতুন খাবার যা একেবারে ঘরোয়া পদ্ধতিতে তৈরি। স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তাদের নিজের হাতে পোশাক থেকে খাদ্য তৈরি করে পসরা সাজিয়েছে স্টলে।সরকারিভাবে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের স্বনির্ভর করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে, ঠিক তার পাশাপাশি হাওড়ায় সুষমা দত্ত ফাউন্ডেশন ফর ওমেন্স কেয়ারের উদ্যোগে এই হাটের আয়োজন। উদ্যোক্তা সুজিত দত্ত জানান, হাটের মূল লক্ষ হল স্বনির্ভর গোষ্ঠীর মহিলদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বিন করে তোলা।স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তাদের হাতে তৈরি বিভিন্ন সামগ্রী মানুষের সামনে তুলে ধরতে পেরে দারুণভাব আনন্দিত।আবার এই উৎসবের মরশুমে একই স্থানে বিভিন্ন সামগ্রীর পসরা, তার ওপর কোনোটি ঘরোয়া পদ্ধতিতে তৈরি আবার কোনটি হাতের কারুকার্য যা দেখতে এবং কেনাকাটা করতে ভীষণভাবে আগ্রহী দেখা যাচ্ছে সাধারন মানুষ। স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা জানাচ্ছেন, বছরে এই কয়েকটা দিন হাটের মাধ্যমে তাদের তৈরি জিনিস মানুষের কাছে তুলেধরা বা পৌঁছে দেয়া হচ্ছে যা থেকে সারা বছরের ব্যবসা হতে পারে, তারা লাভের মুখ দেখবে ব্যবসায়। এর ফলে তারা দারুণভাবে উৎসাহিত।

Loading