সোমালিয়া ওয়েব নিউজ: ভয়াবহ তুষারঝড়ের কবলে আমেরিকা। এই প্রাকৃতিক বিপর্যয়ে ইতিমধ্যেই ২০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাচ্ছে প্রায় ১৫ লক্ষ পরিবার।বড়দিনের আমেজে প্রচুর পর্যটক ভিড় জমিয়েছিলেন আমেরিকায়। এই তুষার ঝড়ের কারণে আপাতত সেখানেই আটকে পড়েছেন তাঁরা। জানা গিয়েছে, শুক্রবার ৫৯৩৪টি উড়ান বাতিল হয়। তার আগের দিন সেই সংখ্যাটি ছিল প্রায় ২৭০০-র কাছাকাছি।আবওহাওয়া দফতরের খবর, কোথাও কোথাও তাপমাত্রা হিমাঙ্কের ৪৮ ডিগ্রি নীচে চলে গিয়েছে। প্রবল শীতের কারণে নিমেষেই বরফে পরিণত হচ্ছে ফুটন্ত জল। প্রবল তুষারঝড়ের কারণে বহু জায়গার বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। আমেরিকার বিভিন্ন জায়গায় দৃশ্যমানতা শূন্যে নেমে গিয়েছে। পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন লাইব্রেরি এবং থানায় খোলা হচ্ছে ওয়ার্মিং সেন্টার। প্রচুর মানুষকে আশ্রয় দেওয়া হচ্ছে সেখানে।বড়দিনের ছুটি শুরু হওয়ার আগেই সতর্কতা জারি হয়েছিল আমেরিকার বিভিন্ন প্রদেশে। তীব্র ঠান্ডা এবং প্রবল তুষারপাতে বিধ্বস্ত বাসিন্দারা। বিমান ছাড়াও ট্রেন, মেট্রে পরিষেবা বাতিল করা হয়েছে।
More Stories
আমেরিকার শাটডাউন ও তার ছায়া: ভারতীয় অর্থনীতি ও প্রবাসীদের জন্য কী বার্তা?
প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণ দিলেন নেপালের সুশীলা কার্কি
হংকং-ঝুহাই-ম্যাকাও সেতু