October 5, 2025

পোশাকের জেরে বেশামাল কাজল কন্যা, হইচই নেটপাড়ায়

সোমালিয়া ওয়েব নিউজ: কাজল কন্যা আজকাল প্রায়ই আসেন খবরে। না এখনও বলিউডে পা রাখেননি তিনি। সবে ১৮-র গণ্ডি পেরিয়েছে, পড়াশোনার জন্য থাকেন বিদেশে। নাইসাকে নিয়ে সবচেয়ে বেশি খবর হয় তাঁর পোশাকের কারণে। প্রায়ই সেক্সি অবতারে দেখা মেলে কাজল-অজয় কন্যার। কখনও বলিউডি পার্টিতে, কখনও বিদেশের কফি শপে কখনও আবার মুম্বইয়ের রাস্তায়। আর সেইসমব মুহূর্ত ভাইরাল হয়ে যায় নিমেষে। সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে রাস্তায় নামলেন নাইসা। সঙ্গে ছিলেন ইব্রাহিম আলি খান, আহান খান, ওরহান আত্রামানী। শিল্পা শেট্টির রেস্তোরাঁতে আয়োজন করা হয়েছিল বড়দিনের পার্টির। সেখানেই হাজির হয়েছিলেন স্টারকিডরা। বলে রাখা ভালো, ওরহান মানে ওরির সঙ্গে আগে প্রেম ছিল জাহ্নবীর। তবে আজকাল তাঁকে বেশি দেখা যায় নাইসার সঙ্গেও। এর আগেও দুজন ফ্রেমবন্দি হয়েছেন বহুবার। বড়গিনের রাতেও দেখা গেল বিশেষ বান্ধবীকে এক্কেবারে আগলে রাখলেন ওরি। অনেকেই বলছেন দুজনেই ছিলেন ড্রাঙ্ক। তাই পাপারাৎজিদের দেখে হঠাৎই পিছন দিকে হাঁটা শুরু করেন, তারপর ফের গাড়ির দিকে যান। যেন হারিয়ে ফেলেছিলেন তালজ্ঞান।গোলাপি রঙের একটি বডিকন ড্রেস পরেছিলেন নাইসা।সবমিলিয়ে বেশামাল কাজল কন্যা।

Loading