October 5, 2025

যুবতীর শারীরিক কসরত ও নৃত্যের পিছনে ঘটে গেল সেনা অভ্যুত্থান

 সোমালিয়া ওয়েব নিউজ: এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী হয়ে রইলেন এক যুবতী। নাচের তালে তালে শারীরিক কসরত করার সময় তাঁঁর অগোচরে হয়ে গেল সেনা অভ্যুত্থান। একটা রাষ্ট্রের ছবি পুরোপুরি বদলে গেল। যার সাক্ষী হয়ে রইলো তাঁঁর ওই সঙ্গীত-নৃত্য। এমনই এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছে মায়ানমারে পার্লামেন্ট সংলগ্ন এলাকায়। ওই যুবতী এক্সারসাইজের কস্টিউম পরে মিউজিকের সঙ্গে এ্যারোবিক্স ডান্স করছিলেন। আর ঠিক সেই সময়ই সামরিক সেনারা নিজেদের যুদ্ধাস্ত্র ও ট্যাংক নিয়ে ঘিরে ফেলে এলাকা। মুহূর্তের মধ্যে ঘটে গেল একটি রাষ্ট্রের নাটকীয় পরিবর্তন। পুরো ঘটনাটি একটি ভিডিওতে ধরা পড়ে গেছে।

কারণ ওই মহিলা নিজের শারীরিক কসরত ও নাচের ভিডিও রেকর্ডিং করছিলেন। তখনই তাঁঁর পিছনে সারি সারি গাড়ি ছুটতে শুরু করে। ওই মহিলার নাম  খিঙ্গ হিনিন ওয়াই। তিনি একজন শারীর শিক্ষার শিক্ষিকা। যখন ঘটনাটি ঘটেছিল তখন তিনি মিলিটারি গাড়ির আওয়াজ শুনেও নিজে নাচ থামাননি। নির্ভয় নিজের কাজ সম্পন্ন করেছেন। পুরো তিন মিনিট ধরে তিনি বিষয়টি ভিডিওতে ধরে রাখেন। কিন্তু তখন তিনিও জানতেন না তাঁঁর ওই রেকর্ডিংয়ের মাধ‍্যমেই বিশ্ব রাজনীতির একটা গুরুত্বপূর্ণ অধ্যায় প্রামাণ্য সত্য হিসেবে ধরা হয়ে থাকল। পরে অবশ্য তিনি ওই ভিডিও ফেসবুকে আপলোড করেন। তারপরই সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। উল্লেখ্য, সোমবার দিন মায়ানমার সামরিক বাহিনী দেশে জরুরি অবস্থা জারি করেছে। এক বছর ধরে দেশের শাসনব্যবস্থায় যে  অচলাবস্থা চলছিল তার সমাপ্তি ঘটিয়েছে। রাষ্ট্রের শাসনকর্তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন তার বদলে দখল নিয়েছে সামরিক বাহিনী। মায়ানমারের নেত্রী আং সুকি প্রেসিডেন্ট এবং অন্যান্য রাজনৈতিক পদাধিকারীদের শাসন ব্যবস্থা থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে। তবে এখন রাষ্ট্রের এই পটপরিবর্তনের থেকেও ওই যুবতীর শারীরিক কসরত ও নৃত্য-সঙ্গীতময় ওই ভিডিওতে ধরে রাখা সেনা অভ্যুত্থানের কাহিনী এখন সকলের মুখে মুখে ফিরছে।

Loading