সোমালিয়া সংবাদ, আরামবাগ: বুধবার আরামবাগে আসছেন না তৃণমূল তারকারা। এদিন আরামবাগে রোড শোতে অংশ নেওয়ার কথা ছিল অভিনেতা সোহম চক্রবর্তী, দেবাংশু ভট্টাচার্য ও সুজাতা মন্ডলের। কিন্তু হঠাৎ করেই সোমবার রাতে জানানো হয় তাঁদের এই কর্মসূচি আপাতত স্থগিত রাখা হয়েছে। তবে তাঁরা খুব শীঘ্রই আরামবাগে আসবেন। কবে আসবেন তা এখনও ঠিক হয়নি।
উল্লেখ্য, গত তিনদিনে আরামবাগে দুটি রাজনৈতিক দলের বড়সড় কর্মসূচি হয়ে গেল। বিজেপির রোড শোত অংশগ্রহণ করেছিলেন শুভেন্দু অধিকারী ও সায়ন্তন বসু । মঙ্গলবার সিপিএমের হুগলি জেলা কমিটির ডাকে মহামিছিল অংশ নেন সিপিএম পলিটব্যুরোর সদস্য মহম্মদ সেলিম ও কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রীদীপ ভট্টাচার্য। এরপর তৃণমূলের তিন তারকার রোড শো ঘিরে রাজনৈতিক উত্তেজনার পারদ চড়ছিল। তাই সেই রোড শো স্থগিত হয়ে যাওয়ায় কর্মী-সমর্থকরা আগামী তারিখ ঘোষণার দিকেই তাকিয়ে রইলেন।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি