October 5, 2025

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানালেন, রাজ্যের সব স্কুল খুলছে ১২ফেব্রুয়ারি

 সোমালিয়া সংবাদ, কলকাতা: অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় মঙ্গলবার ঘোষণা করে দিলেন এবার রাজ্যের সমস্ত স্কুল খুলে যাচ্ছে। ১২ ফেব্রুয়ারি থেকে স্কুলে আবার পঠন-পাঠন শুরু হয়ে যাবে। আপাতত নবম, দশম একাদশ ও দ্বাদশ শ্রেণীর ক্লাস হবে। পাশাপাশি তাদের প্র্যাক্টিকাল ক্লাসও চলবে। শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি জানান, সমস্ত স্বাস্থ্যবিধি মেনেই স্কুলে পঠন-পাঠন শুরু হবে। বেসরকারি স্কুলগুলির ক্ষেত্রে সেই সমস্ত স্কুল কর্তৃপক্ষ নিজেরা স্কুল খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।

উল্লেখ্য, গত মার্চ মাস থেকেই করোনা পরিস্থিতির জন্য রাজ্যের সমস্ত স্কুল-কলেজ বন্ধ রয়েছে। দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষা প্রতিষ্ঠানেরই একই অবস্থা। তবে কয়েকদিন আগেই দিল্লি সরকার সেখানকার স্কুল খোলার কথা ঘোষণা করেছে। কারণ সারা দেশে করোনা পরিস্থিতির ভয়াবহতা এখন অনেকটাই কমে এসেছে। তাই দেশজুড়ে সমস্ত কিছুই এখন স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে। একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠানগুলিই এতদিন বন্ধ ছিল। এই নিয়ে অভিভাবকদের মধ্যে উদ্বেগের সীমা ছিল না। একাংশের মতে, এইভাবে স্কুল-কলেজ দীর্ঘদিন বন্ধ থাকলে ছেলেমেয়েদের শিক্ষা ভীষণভাবে ব্যাহত হচ্ছে। আবার অন্য একাংশের মতে, স্কুল-কলেজে ছাত্রছাত্রীরা হাজির হলে আবার করোনা পরিস্থিতি ভয়ঙ্কর আকার নিতে পারে। তাই সরকারকে অনেক ভেবে-চিন্তে সিদ্ধান্ত নিতে হয়েছে।  শিক্ষামন্ত্রী এদিন জানিয়ে দিয়েছেন, আপাতত নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পঠন-পাঠন হবে। বাকিদের কথা পরে চিন্তা-ভাবনা করা হবে।

Loading