October 6, 2025

সোমালিয়া ওয়েব নিউজ: বাবা- মায়ের সঙ্গে ভ্যাকেশনে গেছে ইউভান। রাজ পুত্রের কাণ্ড দেখে মন ভাল হয়ে যাবে যাচ্ছে অনেকেরই।বছরের শুরুতে ছেলেকে নিয়ে ডুয়ার্স ভ্যাকেশনে গিয়েছেন রাজ -শুভশ্রী সেখানের নানা মুহূর্ত সকলের সঙ্গে শেয়ার করছেন ‘রাজশ্রী’। একটি ভিডিওতে দেখা যাচ্ছে চা- বাগানের রিসোর্টের হ্যামোকে শুয়ে আছেন শুভশ্রী। নায়িকার বুকে ইউভান। অন্তরা চৌধুরীর জনপ্রিয় শিশুদের গান, ‘বুলবুল পাখি ময়না টিয়ে…’ গুনগুন করে গেয়ে ছেলেকে ঘুম পাড়াচ্ছেন শুভশ্রী। ইউভানের এক হাতে খেলনা সাইকেল, অন্য হাত মুখে। মা- ছেলের আদুরে ও মিষ্টি মুহূর্ত নেটমাধ্যমে শেয়ার হতেই তা নজর কাড়ছে সকলের।বছর দুইয়ের ইউভান এখন কিছুটা কথা বলতে শিখেছে। বাবা- মায়ের কথার উত্তর দেওয়া কিংবা তাঁদের নকল করার চেষ্টা চলতেই থাকে তার। একটি ভিডিওতে দেখা যাচ্ছে জলদাপাড়ায় এলিফ্যান্ট সাফারি করছেন তাঁরা। সেখানে সামনে একটি বাচ্চা হাতিকে দেখে দারুণ মজা পেয়েছে সে। প্রকৃতির কোলে সকলটা দারুণ উপভোগ করছেন রাজ- শুভশ্রীও।সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ায় ভিডিও খুব জনপ্রিয় হচ্ছে।

Loading