October 6, 2025

আরামবাগে ন’দিনব্যাপী গ্রন্থমেলার সূচনা, এছাড়াও রয়েছে নাট্যোৎসব, পুষ্প প্রদর্শনী ও বিজ্ঞান মেলা

সোমালিয়া সংবাদ, আরামবাগ: আরামবাগ গ্রন্থমেলা সমিতির উদ্যোগে বুধবার থেকে শুরু হল ন’দিনব্যাপী আরামবাগ গ্রন্থমেলা। আরামবাগ জুবিলি পার্ক ময়দানে এই মেলা চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন দুপুর ২টো থেকে রাত্রি ৮টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ খোলা থাকবে। মেলা উপলক্ষে ১৪ জানুয়ারি থেকে প্রতিদিন সন্ধেয় থাকছে কলকাতাসহ বিভিন্ন এলাকার নামিদামি নাট্য সংস্থার নাটক। দেবশঙ্কর হালদার, সুজন মুখোপাধ্যায়ের মত নামি নির্দেশক-অভিনেতাদের নাটক দেখার সুযোগ করে দিচ্ছেন গ্রন্থমেলা কর্তৃপক্ষ। পাশাপাশি কলকাতার নামিদামি প্রায় ৬৫টি প্রকাশনা সংস্থার সঙ্গে বুক স্টল থাকছে। মেলা প্রাঙ্গণে পুষ্পপ্রেমীদের জন্য থাকছে পুষ্প প্রদর্শনী। এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে গ্রন্থমেলার উদ্বোধন করেন বিশিষ্ট সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তী, কবি অরুণ চক্রবর্তী ও বীথি চট্টোপাধ্যায়। দ্বারোদ্ঘাটন করেন প্রাক্তন বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন আরামবাগ সাংসদ অপরূপা পোদ্দার, পৌরপ্রধান সমীর ভান্ডারী, প্রাক্তন পৌরপ্রধান স্বপন নন্দী, আরামবাগ গ্রন্থমেলা সমিতির সম্পাদক রাজেশ চৌধুরী প্রমুখ।

Loading