সোমালিয়া ওয়েব নিউজ: রাজ্যের শৈলশহর দার্জিলিংকে ঘিরে পর্যটকদের কাছে প্রবল আগ্রহ পরিলক্ষিত হয়। এমতাবস্থায়, দার্জিলিং যাওয়ার ক্ষেত্রে আবার অন্যতম জনপ্রিয় এবং পুরোনো ট্রেন হল দার্জিলিং মেল শুধু তাই নয়, এই ট্রেনই একাধিক ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে। বর্তমান প্রতিবেদনে সেই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।জেনে অবাক হবেন যে, এই ট্রেনে একাধিক মনীষী সফর করেছেন। যাঁদের মধ্যে রয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসুর মত বরেণ্য ব্যক্তিরা। একটা সময়ে দার্জিলিং মেল শিয়ালদহ স্টেশন থেকে সফর শুরু করে অবিভক্ত বাংলার ওপর দিয়ে ঈশ্বরদী, হিলি, পার্বতীপুরের ওপর দিয়ে ছুটে চলে হলদিবাড়ি, জলপাইগুড়ি হয়ে পৌঁছে যেত শিলিগুড়িতে। সেখানেই দার্জিলিংগামী টয়ট্রেনের সাথে সংযোগসাধন করিয়ে দিত এই ট্রেন।এই ট্রেন টেনে নিয়ে যেত ষাঁড় এবং হাতি: বর্তমান সময়ে যুগের সাথে তাল মিলিয়ে ট্রেনকে গতিশীল করে তুলতে একের পর এক প্রযুক্তিগত উন্নতি ঘটানো হচ্ছে। কিন্তু, ১৮৬৯ সাল নাগাদ দার্জিলিং মেলকে টেনে নিয়ে যাওয়ার কাজ করত ষাঁড়। হ্যাঁ, প্রথমে শুনে অবিশ্বাস্য মনে হলেও এই ট্রেনের ইতিহাসের সাথে জড়িয়ে রয়েছে এহেন ঘটনাও। যদিও, ওই ট্রেনে মানুষ চড়ত না। মূলত, দার্জিলিং থেকে সাহেবগঞ্জ পর্যন্ত চা বয়ে নিয়ে যাওয়ার কাজেই ব্যবহৃত হত ওই ট্রেন।
More Stories
মিরিকের বন্যা ও জলোচ্ছ্বাসে বিধ্বস্ত এলাকা পরিদর্শনে সিপিআই(এম) নেতৃত্ব
উত্তরবঙ্গের বন্যা বিপর্যয়ে ত্রাণে বিজেপি, নীরব তৃণমূল! মুখ্যমন্ত্রীর উৎসবের মাঝেই রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য্যের উত্তরবঙ্গ সফর
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন