সোমালিয়া সংবাদ, আরামবাগ: অত্যন্ত দরিদ্র পরিবারের এক মহিলার ব্যাংক এ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকা লেনদেন। আর সেই অভিযোগেই তাঁর বাড়িতে পৌঁছে নোটিশ ধরালেন দিল্লি পুলিশের সাইবার সেলের প্রতিনিধিরা। এই ঘটনায় আকাশ থেকে পড়েছেন খানাকুলের ঘাসুয়া গ্রামের রীতা জানা নামে ওই মহিলা। তিনি নিজে একটি নার্সিংহোমে আয়ার কাজ করতেন। কিছুদিন তাও আর করেন না। স্বামী তাঁকে ছেড়ে অন্যত্র থাকেন। ছেলেরা দিনমজুর খাটে। অথচ দিল্লির ওই আধিকারিকরা তাঁকে জানান, তাঁর ব্যাংক এ্যাকাউন্টে বর্তমানে ৪৯ লক্ষ টাকা রয়েছে। এছাড়াও গত কয়েক মাসে তাঁর এ্যাকাউন্ট থেকে নাকি কয়েক কোটি টাকা লেনদেন হয়েছে। এ কথা শুনে রীতা দেবী জানান, চার মাস আগে তাঁর এক আত্মীয় পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থানার আগর গ্রামের নির্মাল্য ঘোষ তাঁর আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড ও ছবি নিয়ে আরামবাগের একটি বেসরকারি ব্যাংকে তাঁর একটি এ্যাকাউন্ট খুলে দিয়েছিলেন। কিন্তু এটিএম কার্ডটি ওই নির্মাল্য ঘোষই রেখে দিয়েছিলেন। এর বিনিময়ে তিনি রীতাদেবীকে মাসে মাসে তিন-চার হাজার টাকা পাওয়ার ব্যবস্থা করে দেবার কথা জানিয়েছিলেন। রীতাদেবী নিজে কোনদিনই ওই এ্যাকাউন্টে লেনদেন করেননি। তাই এ্যাকাউন্টে যদি কিছু হয়ে থাকে তা ওই নির্মাল্য ঘোষই জানেন। এরপরই ওই আধিকারিকরা রীতাদেবীর কাছ থেকে নির্মাল্য ঘোষের মোবাইল নম্বর ও ঠিকানা সংগ্রহ করেন। দিল্লি থেকে আসা সাইবার সেলের ওই আধিকারিকরা তাঁকে জানিয়েছেন, যেভাবেই হোক ওই এটিএম কার্ডটা তাঁদেরকে উদ্ধার করে দিতে। নাহলে তাঁকে দিল্লিতে গিয়ে হাজিরা দিতে হবে। রীতাদেবী আরও জানান, নির্মাল্য তাঁকে জানিয়েছিলেন তিনি আরামবাগের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে চাকরি করেন। তাই এক আত্মীয়কে সঙ্গে নিয়ে রীতাদেবী ওই ব্যাংকেও যান। কিন্তু স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে এদিন ব্যাংক ছুটি থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। বাধ্য হয়ে তিনি আরামবাগ এসডিপিও অভিষেক মন্ডলের সঙ্গে দেখা করে পুরো বিষয়টি জানান। রীতাদেবী বলেন, আমি আয়ার কাজ করে দিনে দুশো টাকা করে পারিশ্রমিক পেতাম। এত টাকা আমি কখনও চোখে দেখিনি। তাই ওই টাকা আমার এ্যাকাউন্টে কিভাবে ঢুকলো তা সঠিকভাবে তদন্ত করে দেখা হোক। এ বিষয়ে আরামবাগ এসডিপিও অভিষেক মন্ডল বলেন, যতদূর জানা গেছে সাইবার ফ্রডের একটা টাকা রীতাদেবীর এ্যাকাউন্টে জমা পড়েছে। এই ঘটনায় দিল্লিতে কোন কেস হয়েছে। তাই দিল্লির সাইবার সেলের একটা টিম ৪১ নোটিশ দিতে এসেছে। নোটিশটি রীতা জানাকে দেওয়া হয়েছে।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি