October 6, 2025

আর অভিনয় নয়, বলে ঘোষণা টলিউডের সিনিয়ার অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর, জল্পনা তুঙ্গে

সোমালিয়া ওয়েব নিউজ: গত শনিবার ১৪ জানুয়ারি থেকে শুরু হয়েছে ২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উৎসবের উদ্বোধনী ছবি ছিল ফাখরুল আরেফিন খান পরিচালিত ‘জেকে ১৯৭১’। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে তৈরি এই ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন সব্যসাচী। ছবির প্রদর্শনে উপস্থিত ছিলেন অভিনেতা। উৎসবে ঢাকার সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সব্যসাচী অভিনয় জীবন থেকে অবসর নেওয়ার ইচ্ছাপ্রকাশ করেন। তিনি বলেন, ‘‘আমি আর অভিনয় করতে চাই না। আমার বয়স হয়েছে। এখন নতুনদের জন্য আমার জায়গা ছেড়ে দেওয়া উচিত।’’ অন্য একটি সূত্র বলছে, সব্যসাচী জানিয়েছেন যে অবসর নেওয়ার পর আগামী দিনগুলো অভিনেতা তাঁর ইচ্ছা মতো কাটাতে চান।এই মুহূর্তে সব্যসাচী ঢাকায় রয়েছেন। ইদানীং স‌ংবাদমাধ্যমের ফোন তিনি খুব একটা ধরেন না।যদিও এই বিষয়ে তার পরিবারের কেউ মুখ খোলেননি।তাই কৌতুহল বেড়েছে।অনুরাগীদের দাবি সব্যচাসীবাবু অভিনয় সারা ভারতবাসী মনে রেখেছে।তাই তাঁর উচিত আরও কয়েক বছর অভিনয় করুক সব্যসাচীবাবু।এখন দেখার তিনি কি সিদ্ধান্ত নেন।

Loading